Shadab Khan: ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে বিরাট চিন্তায় পাক তারকা অলরাউন্ডার শাদাব খান

Cricket World Cup 2023: এ বারের ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বাবর আজমের পাকিস্তান নামবে ১৪ অক্টোবর। পাক অল রাউন্ডার শাদাব খান জানিয়েছেন, গ্রিন আর্মি ভারতের বিরুদ্ধে নামার জন্য তৈরি।

Shadab Khan: ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে বিরাট চিন্তায় পাক তারকা অলরাউন্ডার শাদাব খান
ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে বিরাট চিন্তায় পাক তারকা অলরাউন্ডার শাদাব খানImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 5:40 PM

নয়াদিল্লি: ভারতের মাটিতে এ বারের ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) আসর বসতে চলেছে। ১০ দল একে একে এই মেগা ইভেন্টের জন্য তৈরি হচ্ছে। ওডিআই বিশ্বকাপের ভারত-পাক (India vs Pakistan) দ্বৈরথের অপেক্ষায় মুখিয়ে দুই দেশের সমর্থকরা। যদিও বিশ্বকাপের আগে এ বারের এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে বাবর আজমের পাকিস্তান এবং রোহিত শর্মার ভারত। ওই ম্যাচ ঘিরেও উত্তেজনা কম নেই। কিন্তু ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসার আগে বিরাট চিন্তায় পড়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান (Shadab Khan)। কীসের চিন্তা শাদাব খানের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাক তারকা শাদাব খান জাানান, ভারতের বিরুদ্ধে ৫০ ওভারের বিশ্বকাপে জয়ের মুখ না দেখা পাকিস্তান এ বারের বিশ্বকাপ চ্যালেঞ্জের জন্য তৈরি। শাদাব খান বলেন, ‘ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার সময় আমরা সেই সমর্থন পাব না। যে কারণে, আমাদের মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে। আমাদের ক্রিকেটাররা মানসিক দিক থেকে যতটা শক্তিশালী হবে, টুর্নামেন্টে আমরা তত ভালো পারফর্ম করতে পারব।’

শাদাব খান আরও বলেন, ‘ভারতের মাটিতে বিশ্বকাপ জেতার অনুভূতি আলাদাই হবে। নিশ্চিতভাবে প্রতিটা দলই এই টুর্নামেন্টে জেতার জন্য খেলবে। প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। কিন্তু যে টিমটা টুর্নামেন্টের শুরুটা ভালো করবে এবং যাদের দলগত পারফরম্যান্স ভালো হবে, তারা এগিয়ে থাকবে।’

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে আউট করার জন্য পাকিস্তান শিবিরে কি থাকবে কোনও বিশেষ পরিকল্পনা? এই নিয়ে শাদাব বলেন, ‘বিরাট কোহলির জন্য কোনও আলাদা পরিকল্পনা নেই। প্রতিপক্ষের সকল ব্যাটারদের জন্য একই রকম পরিকল্পনা থাকে। আমরা এমন সুযোগ খুঁজি, যখন ব্যাটাররা ভুল করবে।’

ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এখনও একটি ম্যাচেও জিততে পারেনি গ্রিন আর্মি। অতীতে ৭ বার ৫০ ওভারের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ২ দল। তার মধ্যে এক বারও জিততে পারেনি পাকিস্তান।