AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket World Cup: ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচের মালিক পন্টিং, প্রথম দশে নেই কোনও ভারতীয়

Record in Cricket World Cup: একাধিক ক্রিকেট ম্যাচে দেখা গিয়েছে, যে দল বেশি পরিমাণে ক্যাচ মিস করে তারাই হারে। আর বিশ্বকাপের মতো মঞ্চে কোনও ম্যাচে ক্যাচ মিস মানে যেন বিরাট অপরাধ। এমনটাই বলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Cricket World Cup: ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচের মালিক পন্টিং, প্রথম দশে নেই কোনও ভারতীয়
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচের মালিক পন্টিং, প্রথম দশে নেই কোনও ভারতীয়
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 8:30 AM
Share

কলকাতা: ক্রিকেটে (Cricket) একটা কথা খুব প্রচলিত, ‘ধরো ক্যাচ, জেতো ম্যাচ।’ ঠিক যেমন ভাবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলে থাকেন, ‘ধরো ক্যাচ, জেতো ম্যাচ’। একাধিক ক্রিকেট ম্যাচে দেখা গিয়েছে, যে দল বেশি পরিমাণে ক্যাচ মিস করে তারাই হারে। আর বিশ্বকাপের মতো মঞ্চে কোনও ম্যাচে ক্যাচ মিস মানে যেন বিরাট অপরাধ। এমনটাই বলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মাস তিনেক পর আরও একটা বিশ্বকাপ আসছে। ভারতের মাটিতে হবে এ বারের ক্রিকেট বিশ্বকাপ। তার জন্য এখন থেকেই হইহই শুরু হয়ে গিয়েছে। এ বারের ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এখনও অবধি ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন কোন ক্রিকেটার।

ভারতের ঝুলিতে আছে ২টি বিশ্বকাপ। এ বার কি দেশের মাটিতে ভারতীয় শিবিরে আসবে তৃতীয় বিশ্বকাপ? এই সব ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নিন এখনও অবধি ওডিআই বিশ্বকাপে কে নিয়েছেন সবচেয়ে বেশি উইকেট?

১. ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং। তিনি বিশ্বকাপে ৪৬টি ম্যাচে ২৮টি ক্যাচ নিয়েছিলেন।

২. ODI বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক জো রুট। ১৭টি ম্যাচে তিনি নিয়েছেন ২০টি ক্যাচ।

৩. এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্য। ৩৮টি ম্যাচে তিনি নিয়েছিলেন ১৮টি ক্যাচ।

৪. ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় ৪ নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। বিশ্বকাপে ৩৫টি ম্যাচে খেলে তিনি ১৭টি ক্যাচ নিয়েছেন।

৫. এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ ডু প্লে’সি। বিশ্বকাপের ২৩টি ম্যাচে ১৬টি ক্যাচ নিয়েছেন তিনি।

৬. নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস কেয়ার্নস এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় ৬ নম্বরে রয়েছেন। ২৮টি ম্যাচে তিনি নিয়েছেন ১৬টি ক্যাচ।

৭. ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইওন মর্গ্যানও রয়েছেন এই তালিকায়। আইসিসি বিশ্বকাপের মঞ্চে ২৯ টি ম্যাচে তিনি নিয়েছেন ১৬টি ক্যাচ।

৮. পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার ইনজাম উল হক এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। বিশ্বকাপে তিনি ৩৫টি ম্যাচে খেলেছেন। তাতে নিয়েছেন ১৬টি ক্যাচ।

৯. এই তালিকায় নয় নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। ওডিআই বিশ্বকাপের ৩৪টি ম্যাচে লারা নিয়েছেন ১৬টি ক্যাচ।

১০. বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় ১০ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে। ৪০টি ম্যাচে তিনি নিয়েছেন ১৬টি ক্যাচ।

এই তালিকায় প্রথম ১০ এ নেই কোনও ভারতীয় ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্রেম স্মিথ (১৫টি ক্যাচ) বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় ১১ নম্বরে রয়েছেন। আর ১২ নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে (১৪টি ক্যাচ)।