
কলকাতা: ইংলিশ ব্রিগেডের বিরুদ্ধে ২ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর এই ফর্ম্যাটে খেলছেন জাডেজা। অনবদ্য পারফর্মও করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলার আগে রঞ্জি ট্রফিতে খেলেছেন জাড্ডু। সেখানেই নিজের ছন্দ খুঁজে পেয়েছিলেন। যে কারণে ঘরোয়া ক্রিকেটকে (Domestic Cricket) ধন্যবাদ জানিয়েছেন তারকা অলরাউন্ডার। জস বাটলারদের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই ভারতের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন জাডেজা।
ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে ও কটকে দুটি ওডিআই ম্যাচে ১৯ ওভারে রবীন্দ্র জাডেজা ২টি বাউন্ডারি হজম করেছেন। গত বছর ভারত টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা ও বিরাট কোহলি ওই ফর্ম্যাটকে বিদায় জানান। এরপর রবীন্দ্র জাডেজাও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন। এখন তিনি টেস্ট ও ওডিআইতেই ফোকাস করছেন।
দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি রবীন্দ্র জাডেজা। তিনি বলেন, ‘ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর প্রায় ২ বছর কেটেছে। আমি আবার ওডিআইতে খেলছি। এই ফর্ম্যাটে নিজেকে মানিয়ে নিয়েছি। আমার মনে হয় ঘরোয়া ক্রিকেট আমাকে অনেক সাহায্য করেছে। টেস্ট ম্যাচ হোক বা ওডিআই আমি একই লাইন ও লেন্থে বল করার চেষ্টা করে গিয়েছি। একটা ধারাবাহিকতা বজায় রয়েছে। কারণ বিরতি অনেক লম্বা হয়নি। তাই আমার মনে হয় ঘরোয়া ক্রিকেট আমাকে অনেকটা সাহায্য করেছে।’
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে জাডেজা সৌরাষ্ট্রর হয়ে রঞ্জি ট্রফির ২টি ম্যাচ খেলেছিলেন। তাতে এক ম্যাচে ৩০ ওভার বল করেন। নেন দুই ইনিংসে ১২টি উইকেট। বর্ডার গাভাসকর ট্রফির পর রঞ্জি ট্রফির দিকে ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটারদের দিকে বিশেষ নজর ছিল। যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মারা রঞ্জি কামব্যাকে দাগ টানতে পারেননি, সেখানে জাডেজা নজরকাড়া পারফর্ম করেন। আর সেই ছায়া এখন জাতীয় দলের হয়েও তিনি খেলার সময় দেখা যাচ্ছে।