ICC Women’s World Cup 2022: বিশ্বকাপের আগে নিজের কাছে কী প্রত্যাশা রাখছেন হরমনপ্রীত কৌর?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 02, 2022 | 2:03 PM

Harmanpreet Kaur: গত কয়েক বছর ধরে হরমনপ্রীতের ফর্ম নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্মৃতির দুর্দান্ত শতরান সমালোচকদের কড়া জবাব দিয়েছে। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচেও ভালো পারফর্ম করেন স্মৃতি।

ICC Womens World Cup 2022: বিশ্বকাপের আগে নিজের কাছে কী প্রত্যাশা রাখছেন হরমনপ্রীত কৌর?
ICC Women's World Cup 2022: বিশ্বকাপের আগে নিজের কাছে কী প্রত্যাশা রাখছেন হরমনপ্রীত কৌর? (ছবি-টুইটার)

Follow Us

মাউন্ট ম্যাঙ্গানুই: শিয়রে কড়া নাড়ছে মেয়েদের বিশ্বকাপ (ICC Women’s World Cup 2022)। আর মাত্র ১দিন পর নিউজিল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে মেয়েদের একদিনের বিশ্বকাপ। আইসিসির মেগা টুর্নামেন্টের আগে টিম ইন্ডিয়ার (Team India) জয়ের হ্যাটট্রিক বেশ আস্থা জাগাচ্ছে ভারতীয় শিবিরে। কিউয়িদের বিরুদ্ধে টানা ৪ ম্যাচে (১টি টি-২০ ও ৩টি ওয়ান ডে) হারের পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ভারতের ওপেনার ব্যাটার স্মৃতি মান্ধানা চোটও পেয়েছিলেন, যা নিয়েও চিন্তা ছিল ভারতের। কিন্তু সমস্ত চিন্তা শেষ হয়েছে ভারতের। সুস্থ রয়েছেন স্মৃতি। ফর্মে ফিরেছেন মিতালি রাজের ডেপুটি হরমনপ্রীত কৌর। এবং সব থেকে বেশি ভরসা জাগাচ্ছে দলের জয়ে ফেরাটা। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জয়ের পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধেও জিতেছেন মিতালিরা। এই পরিস্থিতিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harampreet Kaur) বলছেন, আসন্ন বিশ্বকাপে তিনি নিজেও নিজের কাছ থেকে যথেষ্ট প্রত্যাশা রাখছেন। এমনকি তিনি কম রান করলে তাঁকে নিয়ে কেন সমালোচনা হয়, সেটাও তিনি বোঝেন। বলছেন পঞ্জাব তনয়া।

বিশ্বকাপের আগে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে হ্যারি বলেন, “আমার নিজের কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে। আমি দলের মধ্যে আমার গুরুত্বটা জানি। আমি সব সময় ভালো করতেই চাই। কিন্তু কখনও কখনও সবটা নিজের পক্ষে যায় না। কিন্তু শেষ দুটো ইনিংসে আমি যেমনটা খেলেছি, তাতে আমি অনেকটা আত্মবিশ্বাস পেয়েছি। ফর্মে না থাকলে লোকেরা কথা বলবেই, প্রশ্ন তুলবেই। তবে আমার কাছের মানুষেরা ব্যাপারটা বুঝতে পারে, তারা আমাকে আত্মবিশ্বাস দেয়।”

তিনি আরও বলেন, “আমি সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ। যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, সেই সময় ইতিবাচক ভাবনা দেওয়া এবং সেই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়াটা অনেক সাহায্য করে। আমি আবার ফর্মে ফিরে এসেছি। এবং সেই ফর্মটা ধরে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।”

গত কয়েক বছর ধরে হরমনপ্রীতের ফর্ম নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্মৃতির দুর্দান্ত শতরান সমালোচকদের কড়া জবাব দিয়েছে। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচেও ভালো পারফর্ম করেন স্মৃতি। তিনি বলেন, “২০১৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমার ১৭১ রানের ইনিংসটা আমার জন্য একটা মান নির্ধারণ করে দিয়েছে। আমি ওই ধরণের ইনিংস খেলতে পারি। আমি জানি মানুষ আমার ওই ইনিংসটা নিয়ে কথা বলে। আর তার জন্যই আমার ৪০-৫০ রান করাটা লোকের চোখে পড়ে না। তবে আমার জন্য নম্বরটা কোনও ব্যাপারই নয়। দলের যখন, যেখানে আমাকে প্রয়োজন আমি সেখানেই হাজির হতে রাজি।”

৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এ বারের কাপযাত্রা শুরু করবেন মিতালি রাজরা।

আরও পড়ুন: India vs Sri Lanka: মোহালি টেস্টের আগে কোহলিপ্রেমীদের জন্য বিরাট সুখবর

Next Article