India vs Sri Lanka: মোহালি টেস্টের আগে কোহলিপ্রেমীদের জন্য বিরাট সুখবর

Virat Kohli: মোহালিতে বিরাট কোহলির ১০০তম টেস্ট ম্যাচের জন্য মিলল দর্শকপ্রবেশের অনুমতি।

India vs Sri Lanka: মোহালি টেস্টের আগে কোহলিপ্রেমীদের জন্য বিরাট সুখবর
India vs Sri Lanka: মোহালি টেস্টের আগে কোহলিপ্রেমীদের জন্য বিরাট সুখবর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 12:16 PM

মোহালি: চন্ডীগড়ের মোহালি এমনিতেই সেজে উঠেছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) কেরিয়ারের রেকর্ড ম্যাচের জন্য। আর একদিন পর কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ (Virat Kohli’s 100th Test) খেলতে নামবেন ভিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) ৪ মার্চ শুরু হতে চলা টেস্ট ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। এতদিন জানা ছিল, দর্শকশূন্য স্টেডিয়ামে হবে কোহলির মাইলস্টোন ম্যাচ। কিন্তু এ বার কোহলিপ্রেমীদের জন্য এল বিরাট সুখবর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচ খেলার পর, বাবল ক্লান্তির জন্য ১০ দিনের ছুটি নিয়েছিলেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে এর আগে লখনউ ও ধর্মশালায় হওয়া টি-২০ সিরিজে দেখতে পাওয়া যায়নি কোহলিকে। তবে ছুটি কাটিয়ে কোনও দেরি না করেই, ফের স্বমেজাজে অনুশীলনে মত্ত হয়ে পড়েছেন কোহলি।

কোহলির মাইলস্টোন ম্যাচ কেন দর্শকশূন্য স্টেডিয়ামে হবে, সেই নিয়ে নেটমাধ্যমে রীতিমতো সরব হয়েছিল কোহলিভক্তরা। টুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগ চলছিল #AllowCrowdinMohali। অবশেষে বিসিসিআই বিরাটের ১০০তম টেস্টে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। এর পরই পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের জন্য ৫০% দর্শক প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর আগে, করোনার কারণে মোহালিতে দর্শক প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। কিন্তু, মঙ্গলবার নেট প্র্যাক্টিস চলাকালীন একাধিক ফ্যান তাদের প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য স্টেডিয়ামে ভিড় করার পরে পিসিএ এই সিদ্ধান্তের কথা জানায়।

পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আরপি সিঙ্গলা বলেন, ‘‘করোনা প্রোটোকল মেনে পিসিএকে মোহালি টেস্টে পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বিসিসিআই। বুধবার থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। ভিড় এড়াতে কাউন্টার থেকে টিকিট কিন্তু বিক্রি করা হবে না।” তিনি আরও বলেন, “কোহলিকে দেখার জন্য তাঁর ভক্তদের অনুভূতি এবং তাঁর ১০০তম টেস্টের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হল। টানা তিন দিন, অনেক তরুণ ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে।”

দর্শক প্রবেশে গ্রিন সিগন্যাল তো পাওয়া গিয়েছে। এ বার বিরাটভক্তদের একটাই প্রার্থনা প্রিয় ক্রিকেটার যেন, নিজের রেকর্ড ম্যাচ স্মরণীয় করে রাখতে পারেন একখানা সেঞ্চুরি দিয়ে। ২০১৯ সালে ইডেনে পিঙ্ক বল টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর থেকে তাঁর ব্যাটে রান এলেও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি কোহলি। মোহালিতে শততম টেস্টে কি সেঞ্চুরির খরা কাটবে? আশায় আছেন বিরাট কোহলির ভক্তরা। বিরাট নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যাট হাতে রানে ফেরার। একটা সেঞ্চুরি অনেকটা মানসিক শান্তি দিতে পারে বিরাট কোহলিকে। সেই শান্তির খোঁজেই আছেন কিং কোহলি।