Ravichandran Ashwin: এটাই কি শেষ বিশ্বকাপ? ওয়ার্ম আপ ম্যাচের আগে যা বললেন রবিচন্দ্রন অশ্বিন

ICC World Cup: হাতে আর মাত্র ৪টি দিন। তারপর বিশ্বকাপ শুরু হবে। আজ, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। অবশ্য বৃষ্টির কারণে ভারত-ইংল্যান্ড ওয়ার্ম আপ ম্যাচে প্রভাব পড়ছে।

Ravichandran Ashwin: এটাই কি শেষ বিশ্বকাপ? ওয়ার্ম আপ ম্যাচের আগে যা বললেন রবিচন্দ্রন অশ্বিন
এটাই কি শেষ বিশ্বকাপ? ওয়ার্ম আপ ম্যাচের আগে যা বললেন রবিচন্দ্রন অশ্বিনImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 4:15 PM

গুয়াহাটি: শেষ মুহূর্তে সুযোগ টিমে পেলে কেমন লাগে? তাও আবার বিশ্বকাপের (ICC World Cup) টিমে! এই প্রশ্ন হয়তো বার বার শুনতে হচ্ছে ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল বিশ্বকাপের আগে চোট পাওয়ায়, শেষ মুহূর্তে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৭ বছর বয়সী ভারতীয় অভিজ্ঞ স্পিনারের কি এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে? ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ওয়ার্ম আপ ম্যাচের আগে অশ্বিন বলেছেন, ‘এটাই হয়তো ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ হতে পারে।’ বিশ্বকাপ যুদ্ধ শুরুর আগে আর কী বললেন অশ্বিন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০২২ সালের জানুয়ারিতে শেষ বার ওডিআইতে খেলেছিলেন অশ্বিন। তারপর আর সুযোগ পাননি। অবশ্য বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলল ভারত, তাতে সুযোগ পেয়েছিলেন অশ্বিন। জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে নামার আগে দীনেশ কার্তিক গুয়াহাটিতে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে জিজ্ঞাসা করেন বিশ্বকাপের টিমে সুযোগ পাওয়া নিয়ে।

রবিচন্দ্রন অশ্বিনকে প্রি-ম্যাচ সাক্ষাৎকারে ভারতের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক জিজ্ঞাসা করেন, মাস তিনেক আগে তাঁকে যদি কেউ বলতেন তিনি বিশ্বকাপে খেলবেন, তা কি বিশ্বাস করতেন? উত্তরে অশ্বিন বলেন, ‘আমি তা শুনলে বলতাম আমার সঙ্গে কেউ মজা করছে। জীবন অনেক চমকে ভরা। আমি সত্যি বলছি এই জায়গায় থাকব, আশা করিনি। এমন পরিস্থিতি তৈরি হল, তাই আজ আমি এখানে। টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছে। এই ধরণের টুর্নামেন্টে চাপ সামলে এগিয়ে যাওয়াটাই আসল। সবদিক থেকে ভালো জায়গায় আছি। আশা করি চাপমুক্ত হয়ে খেলতে পারব। হয়তো এটাই আমার শেষ বিশ্বকাপ। তাই চাপমুক্ত থেকে টুর্নামেন্টে খেলাই আমার মূল লক্ষ্য।’

আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে এখনও অবধি ১১৫টি ম্যাচে খেলেছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তাতে নিয়েছেন ১৫৫টি উইকেট। এবং ব্যাট হাতে করেছেন ৭০৭ রান।