IND vs SA T-20 Series: ডারবানের রাস্তায় রিক্সায় চেপে কী করছেন সূর্যকুমার? সঙ্গে কে?
Suryakumar Yadav: এই সিরিজ জিততে পারলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়বে টিম ইন্ডিয়ার। প্রথমে টি-২০ সিরিজ দিয়ে প্রোটিয়াদের মুখোমুখি হবে ভারত। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্বেই বিশ্বকাপের পর অজিদের হারিয়ে সিরিজ জিতেছে মেন ইন ব্লু। এ বার লক্ষ্য প্রোটিয়াদের ঘরের মাঠে হারানো। সেই লক্ষ্য নিয়ে আজ, রবিবার টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবেন রিঙ্কু সিংরা। তার আগে দুই দলের নেতাদের পাওয়া গেল ফটোশুটে। আফ্রিকার ঐতিহ্য মেনে হল ফটোশুট।

ডারবান: নতুন বছরেই টি-২০ বিশ্বকাপ। তার আগে টিম ইন্ডিয়ার সামনে বড় পরীক্ষা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটে সিরিজ খেলবে ভারত। এই সিরিজ জিততে পারলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়বে টিম ইন্ডিয়ার। প্রথমে টি-২০ সিরিজ দিয়ে প্রোটিয়াদের মুখোমুখি হবে ভারত। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্বেই বিশ্বকাপের পর অজিদের হারিয়ে সিরিজ জিতেছে মেন ইন ব্লু। এ বার লক্ষ্য প্রোটিয়াদের ঘরের মাঠে হারানো। সেই লক্ষ্য নিয়ে আজ, রবিবার টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবেন রিঙ্কু সিংরা। তার আগে দুই দলের নেতাদের পাওয়া গেল ফটোশুটে। আফ্রিকার ঐতিহ্য মেনে হল ফটোশুট। বিসিসিআইয়ের তরফে সূর্যকুমার ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্কব়্যামের ছবি শেয়ার করা হয়েছে। আর কী রয়েছে এই ফটোশুটে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
Smiles ☺️ Cheers 👏 Banter 😉
How about that for a #SAvIND T20I series Trophy Unveiling! 🏆 👌#TeamIndia | @surya_14kumar pic.twitter.com/fxlVjIgT3U
— BCCI (@BCCI) December 10, 2023
ঘরের মাঠে হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। সেই আক্ষেপকে সঙ্গে নিয়েই পাঁচদিনের টি-২০ সিরিজে অজিদের মুখোমুখি হয়েছিল ভারত। সূর্যকুমারের নেতৃত্বে সেই সিরিজ জিতে খানিকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া। এ বার লক্ষ্য প্রোটিয়া বধ। সেই লক্ষ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে নীল জার্সিরা। তার আগে প্রথা মেনে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কদের ফটোশুট করতে দেখা গেল। ডারবানের রাস্তার হাতে টানা রিক্সায় চেপে ফটোশুট করলেন সূর্যকুমার ও মার্কব়্যাম। বিসিসিআইয়ের তরফে একটি বিশেষ ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যাতে খুনসুটি ও আড্ডায় মাততে দেখা গিয়েছে দুই নেতাকে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্ক বরাবর সৌজন্যের। তবে বাইশ গজে লড়াইটা হবে চোখে চোখ রেখেই।





