কলকাতা: রোহিত অ্যান্ড কোং ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তৃতীয় টেস্টের (Test) জন্য রাজকোটে পৌঁছে গিয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বেন স্টোকসদের বিরুদ্ধে ভারতের (India) তৃতীয় টেস্ট। রাজকোটের সায়াজি হোটেলে ১১-১৯ ফেব্রুয়ারি অবধি থাকবে ভারতীয় দল। সেখানে এ বার ভারতীয় টিমের জন্য এলাহি আয়োজন করা হয়েছে। একইসঙ্গে রোহিত-দ্রাবিড়দের জন্য ওই হোটেলে রাজকীয় স্যুটের ব্যাবস্থা করা হয়েছে। থাকছে বিশেষ খাবারের বন্দোবস্তও।
আপাতত ৫ ম্যাচের টেস্ট সিরিজ দাঁড়িয়ে ১-১। রাজকোটে ২-১ করার জন্য মুখিয়ে রয়েছেন রোহিতরা। অন্যদিকে স্টোকসরাও মাঠে নামবেন সিরিজে এগিয় যেতে। রাজকোটের সায়াজি হোটেলের ডিরেক্টর আজ তককে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্রিকেটাররা যে সফরেই যান সেখানে হোটেলে ওয়েস্টার্ন থিমের রুম থাকে। তাই রাজকোটের ওই হোটেলে একটু অন্যরকম ভাবনা বাস্তবায়িত করার চেষ্টা হয়েছে। সৌরাষ্ট্রের রয়্যাল কালচার (রাজকীয় সংস্কৃতি) এর ছোঁয়ায় সাজানো হয়েছে ওই হোটেলের বিভিন্ন স্যুট।
টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা পাচ্ছেন স্পেশাল গুজরাটি ও কাথিওয়াড়ি খাবারের বিকল্প। ব্রেকফাস্টে রোহিত-শুভমনরা মুখের সামনে প্লেটে সাজানো পাবেন ফাবড়া-জালেবি, খমন, ধোকলা, খাখরা, গাঠিয়া, থেপলা। একইসঙ্গে ডিনারে থাকবে দহি তিকারি, খিচড়ি-কাড়ি, বাজরা রুটি সঙ্গে দই ও গার্লিকের মতো একাধিক কাথিওয়াড়ি খাবার। রাজকোটে টিম ইন্ডিয়ার টিম হোটেলের ডিরেক্টর জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটাররা কাথিওয়াড়ি খাবার খুব পছন্দ করেন। তাই একাধিক বিকল্প রাখা হচ্ছে। একদিকে ভারতীয় ক্রিকেটারদের জন্য খাবারের এলাহি আয়োজন থাকছে, আর অন্যদিকে ইংল্যান্ড শিবির এই সফরে তাঁদের ব্যক্তিগত শেফের বানানো খাবারই খাচ্ছেন। স্টোকসদের দলের যেন কারও পেটের সমস্যা না হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছিল ইসিবি।
ভারতীয় শিবিরে স্বস্তি ফিরেও যেন ফিরতে চাইছে না। জানা গিয়েছে, ফিটনেস পরীক্ষায় বোর্ডের মেডিকেল টিমের গ্রিন সিগন্যাল পাননি লোকেশ রাহুল। অবশ্য রবীন্দ্র জাডেজা ওই পরীক্ষায় উতরে গিয়েছেন। আপাতত শোনা গিয়েছে রাহুল আগামী ৭ দিন বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন। তারপর তাঁকে খেলানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।