LSG, IPL 2023: আইপিএলের আগে রাহুলদের রোড শো, লখনউয়ের রাস্তায় তিল ধরার জায়গা নেই

IPL: ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এ বারের আইপিএল অভিযান শুরু করবে লখনউ সুপার জায়ান্টসরা।

LSG, IPL 2023: আইপিএলের আগে রাহুলদের রোড শো, লখনউয়ের রাস্তায় তিল ধরার জায়গা নেই
LSG, IPL 2023: আইপিএলের আগে রাহুলদের রোড শো, লখনউয়ের রাস্তায় তিল ধরার জায়গা নেই
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 2:58 PM

লখনউ: মুসকুরায়ে আপ লখনউ মে হ্যায়… ফের একটা নতুন শুরুর অপেক্ষায় লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। আইপিএল-১৫-তে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। গোটা মরসুম জুড়ে ভালো খেলে সে বার তিন নম্বরে টুর্নামেন্ট শেষ করেছিল লোকেশ রাহুলের (KL Rahul) দল। আইপিএল-২০২৩ (IPL 2023) এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ঘরের মাঠে এ বার টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাচ্ছে লখনউ। একানা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এ বারের আইপিএল অভিযান শুরু করবে লখনউ সুপার জায়ান্টসরা। ঘরের মাঠে দর্শকদের সামনে খেলার সুযোগ পাবেন কেএল রাহুল-ক্রুণাল পান্ডিয়ারা। লখনউ তাদের সমর্থকদের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে রাহুলের দল। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

লখনউবাসীদের কাছে সমর্থন চেয়েছেন রাহুল-ক্রুণালরা। রবিবার, ২৬ মার্চ লখনউয়ের রুমি দরওয়াজা থেকে আম্বেদকর পার্ক পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসের এক নজরকাড়া রোড শো হয়েছে। এই সময় সুপার জায়ান্টসের প্লেয়ারদের দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন হাজার হাজার সমর্থক। সারি সারি বাইক নিয়ে লখনউয়ের ফ্যানেরা উপভোগ করছিল লখনউ সুপার জায়ান্টসের রোড শো। অধিনায়ক কেএল রাহুল লখনউবাসীকে জানিয়েছেন, আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হাতে ট্রফি তুলে দেবেন তিনি।

গত আইপিএলে ঘরের মাঠে অর্থাৎ একানা স্টেডিয়ামে একটি ম্যাচও খেলতে পারেননি লখনউ। এ বার প্রথমবার নিজেদের মাঠে ম্যাচ খেলবেন রাহুলরা। এখানে তারা সাতটি ম্যাচ খেলবে। লখনউতে হওয়া রোড শোতে সুপার জায়ান্টসের ক্রিকেটারদের দেখা গিয়েছে ভিন্টেজ গাড়িতে। লম্বা বাইক র‌্যালিও বের হয়েছিল। লখনউয়ের রাস্তার উড়ছিল নীল আবির।

লখনউ সুপার জায়ান্টের ক্রিকেটাররা বিকেল সাড়ে চারটে নাগাদ রুমি দরওয়াজায় পৌঁছান। সেখান থেকে তাঁরা যান আম্বেদকর পার্কে। সেখানে সুপার জায়ান্টসের ক্রিকেটাররা পৌঁছনোর পর একটি লেজার শো হয়েছে। তাতে লখনউয়ের ক্রিকেটারদের এবং অধিনায়কের জার্সি ও ব্যাটিং স্টাইল ফুটিয়ে তোলা হয়েছিল। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল জানান, প্রথমবারের মতো নিজেদের ঘরের মাঠে আইপিএল ম্যাচ খেলতে পারবে বলে তাঁরা উত্তেজিত।