Chennai Super Kings: চব্বিশের আইপিএলে খেলবেন ধোনি, মাহিভক্তদের জন্য বিরাট খুশির খবর

IPL 2024 Players Retention: তেইশের আইপিএল শেষ হওয়ার পর যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল, তা হল ধোনি কি আর আগামী মরসুমের আইপিএলে খেলবেন? আজ, রবিবার ২৬ নভেম্বর পাওয়া গেল ওই প্রশ্নের উত্তর। ২০২৩ সালের আইপিএলে চোট নিয়েই চেন্নাই সুপার কিংসকে পঞ্চম আইপিএল খেতাব জিতিয়েছেন ধোনি। চব্বিশের নিলামের আগে রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ দিন এল মাহিভক্তদের জন্য খুশির খবর।

Chennai Super Kings: চব্বিশের আইপিএলে খেলবেন ধোনি, মাহিভক্তদের জন্য বিরাট খুশির খবর
চব্বিশের আইপিএলে খেলবেন ধোনি, মাহিভক্তদের জন্য বিরাট খুশির খবরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 6:04 PM

নয়াদিল্লি: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কি ২০২৪ সালের আইপিএলে (IPL 2024) খেলবেন? তেইশের আইপিএল শেষ হওয়ার পর যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল, তা হল ধোনি কি আর আগামী মরসুমের আইপিএলে খেলবেন? আজ, রবিবার ২৬ নভেম্বর পাওয়া গেল ওই প্রশ্নের উত্তর। ২০২৩ সালের আইপিএলে চোট নিয়েই চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) পঞ্চম আইপিএল খেতাব জিতিয়েছেন ধোনি। চব্বিশের নিলামের আগে রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ দিন এল মাহিভক্তদের জন্য খুশির খবর। সিএসকের রিটেনশন লিস্টে জ্বলজ্বল করছে মহেন্দ্র সিং ধোনির নাম। ‘থালা’ ভক্তদের আর কী চাই! TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন চব্বিশের আইপিএলের নিলামের আগে ইয়েলোব্রিগেডের অবস্থা কেমন।

এক-দুই নয় মোট ৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্লেয়ার রিটেইন ও রিলিজ় করার পর চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে ৩২.১ কোটি টাকা। অর্থাৎ ডিসেম্বরের মিনি নিলামে অনেকটাই টাকা হাতে নিয়ে নামবে সিএসকে। তবে সব কিছুর মধ্যে সিএসকের রিটেনশন লিস্ট বেশি খুশি দিয়েছে মাহির জন্য। কারণ এই তালিকা দেখে ধোনি ভক্তরা নিশ্চিত হলেন যে, ২০২৪ সালের আইপিএলেও মাঠে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে। তবে তিনি নেতৃত্ব দেবেন কিনা তা নিশ্চিত নয়। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে ২০২৪ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে পারেন তরুণ তুর্কি ঋতুরাজ গায়কোয়াড়।

কোন কোন ক্রিকেটারকে রিটেইন করল চেন্নাই সুপার কিংস – ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, তুষার দেশপান্ডে, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, মইন আলি, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), দীপক চাহার, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, মুকেশ বরুণ, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, অজয় মন্ডল, মুকেশ চৌধুরি, সিমরজিৎ সিং, শেখ রশিদ, মিচেল স্যান্টনার।

কোন কোন ক্রিকেটারকে রিলিজ় করল চেন্নাই সুপার কিংস – বেন স্টোকস (ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার অবশ্য আগেই জানিয়েছিলেন তিনি ২০২৪ সালের আইপিএলে খেলবেন না), ডোয়েন প্রিটোরিয়াস, অম্বাতি রায়ড়ু, সিসান্ডা মাগালা, কাইল জেমিসন, ভগত বর্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিং।

* উল্লেখ্য, যে সকল ক্রিকেটারদের রিলিজ় করা হয়েছে, ১৯ ডিসেম্বরের নিলামে তাঁদের আবার দলে নেওয়ার সুযোগ থাকবে চেন্নাই সুপার কিংসের।