Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajasthan Royals: চাহালে আস্থা, কুলদীপকে ছাড়ল রাজস্থান রয়্যালস; নিলামের আগে পিঙ্ক আর্মির অবস্থা কেমন?

IPL 2024 Players Retention: আইপিএল ২০২৪-এর নিলামের আগে ট্রেড উইন্ডোতে ১০ ফ্র্যাঞ্চাইজি দল গুছিয়ে নেওয়া শুরু করেছে। একাধিক দলে নানা পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে। এক এক করে সামনে আসছে কোন দল কোন ক্রিকেটারদের রিটেইন করল, আর কোন ক্রিকেটারদের রিলিজ় করল। পিঙ্ক আর্মি অধিনায়ক সঞ্জু স্যামসন থেকে শুরু করে যুজবেন্দ্র চাহালকে ধরে রেখেছে।

Rajasthan Royals: চাহালে আস্থা, কুলদীপকে ছাড়ল রাজস্থান রয়্যালস; নিলামের আগে পিঙ্ক আর্মির অবস্থা কেমন?
Rajasthan Royals: চাহালে আস্থা, কুলদীপকে ছাড়ল রাজস্থান রয়্যালস; নিলামের আগে পিঙ্ক আর্মির অবস্থা কেমন?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 5:44 PM

নয়াদিল্লি: ডিসেম্বরের ১৯ তারিখ কোকা কোলা অ্যারেনায় বসবে ২০২৪ সালের আইপিএলের নিলাম (IPL 2024 Auction)। আজ, রবিবারই জানা যাবে কোন দল কোন কোন ক্রিকেটারকে ধরে রাখল, আর কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিল। আইপিএল ২০২৪-এর নিলামের আগে ট্রেড উইন্ডোতে ১০ ফ্র্যাঞ্চাইজি দল গুছিয়ে নেওয়া শুরু করেছে। একাধিক দলে নানা পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে। এক এক করে সামনে আসছে কোন দল কোন ক্রিকেটারদের রিটেইন করল, আর কোন ক্রিকেটারদের রিলিজ় করল। পিঙ্ক আর্মি অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) থেকে শুরু করে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) ধরে রেখেছে। জাতীয় দল আস্থা না রাখলেও রাজস্থান রয়্যালস এই দুই তারকার উপর আস্থা রেখেছে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন নিলামের আগে পিঙ্ক আর্মির অবস্থা কেমন।

দুবাইতে হতে চলা আইপিএল নিলামে হবে টাকার লড়াই। প্লেয়ারদের নিয়ে চলবে দঁড়ি টানাটানিও। তার আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতো করে ক্রিকেটারদের রিটেইন ও রিলিজ় করছে। দামি দামি ক্রিকেটারদের ছেড়ে দিলে পার্সে খানিক বেশি টাকা নিয়ে নিলাম টেবলে বসতে পারবে দলগুলো। তাই অনেক অঙ্ক কষে প্লেয়ার ধরে রাখা ও ছাড়ার সিদ্ধান্ত নিতে হচ্ছে সব ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়নরা বর্তমান স্কোয়াড থেকে মোট ৯ ক্রিকেটারকে রিলিজ় করেছে। তাঁর মধ্যে রয়েছেন কুলদীপ যাদবও। অবশ্য এই কুলদীপ যাদব জাতীয় দলে খেলা বোলার কুলদীপ যাদব নন। ২৭ বছর বয়সী ওই কুলদীপ যাদব বাঁ হাতি মিডিয়াম ফাস্ট বোলার।

কোন কোন ক্রিকেটারকে রিটেইন করল রাজস্থান রয়্যালস – সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভন ফেরেইরা, কুণাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নভদীপ সাইনি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা আবেশ খান (পিঙ্ক আর্মি ট্রেড উইন্ডো দিয়ে লখনউ সুপার জায়ান্টস থেকে দলে নিয়েছে আবেশ খানকে)।

কোন কোন ক্রিকেটারকে রিলিজ় করল রাজস্থান রয়্যালস – জো রুট (ইংল্যান্ডের তারকা ক্রিকেটার অবশ্য নিজে আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন), আব্দুল বসিত, জেসন হোল্ডার, আকাশ বশিষ্ট, কুলদীপ যাদব, ওবেদ ম্যাকয়, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা ও কেএম আসিফ।

* উল্লেখ্য, যে সকল ক্রিকেটারদের রিলিজ় করা হয়েছে, ১৯ ডিসেম্বরের নিলামে তাঁদের আবার দলে নেওয়ার সুযোগ থাকবে রাজস্থান রয়্যালসের।