IPL 2024 Auction: বেস প্রাইস ছিল ২ কোটি, নিলাম তালিকায় ঠাঁই হল না রোহিত-বিরাটের সতীর্থর

IPL: বেস প্রাইস ২ কোটি রাখাই কি কাল হল? নাকি বয়স? আসন্ন আইপিএলের নিলামের (IPL 2024 Auction) জন্য রোহিত-বিরাটের এক সতীর্থ নিজের বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি। কিন্তু তাঁর শিকে ছিঁড়ল না। ২০২৪ আইপিএল নিলামে দেশ-বিদেশের মোট ১১৬৬ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে থেকে ১৯ ডিসেম্বর ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে।

IPL 2024 Auction: বেস প্রাইস ছিল ২ কোটি, নিলাম তালিকায় ঠাঁই হল না রোহিত-বিরাটের সতীর্থর
IPL 2024 Auction: বেস প্রাইস ছিল ২ কোটি, নিলাম তালিকায় ঠাঁই হল না রোহিত-বিরাটের সতীর্থরImage Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 11:35 AM

নয়াদিল্লি: বেস প্রাইস ২ কোটি রাখাই কি কাল হল? নাকি বয়স? আসন্ন আইপিএলের নিলামের (IPL 2024 Auction) জন্য রোহিত-বিরাটের এক সতীর্থ নিজের বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি। কিন্তু তাঁর শিকে ছিঁড়ল না। ২০২৪ আইপিএল নিলামে দেশ-বিদেশের মোট ১১৬৬ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে থেকে ১৯ ডিসেম্বর ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে। সবমিলিয়ে ১০ ফ্র্যাঞ্চাইজি আর ৭৭জন ক্রিকেটারকে দলে নিতে পারবেন। এ বারের আইপিএলের নিলামে (IPL Auction) ২ কোটি বেস প্রাইস রাখা একমাত্র যে ভারতীয় ক্রিকেটার সুযোগ পেলেন না, TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন তিনি কে।

আইপিএল-২০২৪ এর নিলামে বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন ২৩ জন ক্রিকেটার। সেখানে ২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এবং ৩ জন ভারতীয় ক্রিকেটার। এই তালিকায় থাকত কেদার যাদবের নামও। কিন্তু ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে থেকে ২ কোটি বেস প্রাইস থাকা ক্রিকেটার কেদার যাবদের ভাগ্য সুপ্রসন্ন হয়নি। তাঁর এখন বয়স ৩৮ বছর। আগামী আইপিএলের সময় তাঁর বয়স হবে ৩৯। কারণ তাঁর জন্মদিন ২৬ মার্চ। বেস প্রাইস ২ কোটি বা বয়স যে কোনও একটি কারণ হতে পারে কেদারের নিলাম তালিকায় ঠাঁই না হওয়ার।

২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ভারতের হয়ে সেই অর্থে খেলার সুযোগ পাননি কেদার যাদব। দেশের জার্সিতে ৭৩টি ওডিআই এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কেদার। প্রসঙ্গত, ২০২৩ সালের আইপিএলের নিলামেও অবিক্রিত ছিলেন কেদার যাদব। মরসুমের মাঝপথে চোট পাওয়া ডেভিড উইলির বদলে কেদার যাদবকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তিনি গত আইপিএলে ২টি ম্যাচ খেলেছিলেন। তাঁকে করেছিলেন ১২ রান। আইপিএলে অতীতে কেদার যাদব ৪টি দলে (দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ) খেলেছেন। আইপিএল কেরিয়ারে কেদার যাদব মোট ৯৫টি ম্যাচে ১২০৮ রান করেছেন। তাঁর স্ট্রাইকরেট ১২৩.১৪।