AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant Profile: মিরাকল ম্যান ঋষভ পন্থ দিল্লির পাতে প্রথম IPL ট্রফির স্বাদ দিতে চান

DC, IPL 2024: ২০১৬ সাল থেকে আইপিএলে খেলছেন ঋষভ পন্থ। তাঁকে ২০১৬ সালের আইপিএলের আগে কেনে দিল্লি ডেয়ারডেভিলস। যেদিন তাঁকে দিল্লি কেনে, সেই দিন তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শতরান করেন এবং ভারতীয় দলকে সেমিফাইনালে পৌঁছে দেন। সেই ২০১৬ সাল থেকে আইপিএলে দিল্লি টিমের সঙ্গেই যুক্ত পন্থ।

Rishabh Pant Profile: মিরাকল ম্যান ঋষভ পন্থ দিল্লির পাতে প্রথম IPL ট্রফির স্বাদ দিতে চান
মিরাকল ম্যান ঋষভ পন্থ দিল্লির পাতে প্রথম IPL ট্রফির স্বাদ দিতে চানImage Credit: PTI
| Updated on: Mar 17, 2024 | 9:00 AM
Share

কলকাতা: মিরাকল ম্যান ঋষভ পন্থ… এমনটা বললে ভুল বলা হবে না। ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিনটা ভারতের উইকেটকিপার ব্যাটার পন্থ পারলে জীবনের পাতা থেকে বাদ দিতে চাইবেন। ওই অভিশপ্ত দিনেই মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এতটাই গুরুতর ছিল তাঁর চোট, তিনি যে প্রাণে বাঁচবেন সেটা বলাই কঠিন ছিল। মৃত্যুকে এক্কেবারে সামনে থেকে দেখেছেন পন্থ। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। প্রায় দেড় বছর ২২ গজের সঙ্গে ঋষভের যেন বিচ্ছেদ হয়েছিল। একাধিক অস্ত্রোপচারের পর রিহ্যাব পর্ব কাটান পন্থ। করেন কঠোর পরিশ্রম। এ বার ফিট পন্থকে আসন্ন আইপিএলে (IPL) অ্যাকশনে দেখা যাবে। পুনর্জন্ম পাওয়া পন্থ এ বার দিল্লিকে প্রথম আইপিএল ট্রফি জেতাতে চান।

ঋষভ পন্থকে একটা সময় বলা হয় মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি। উত্তরাখণ্ডের ছেলে পন্থ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির খুব প্রিয় ও কাছেরও। ছেলেবেলা থেকে ক্রিকেটের প্রতি পন্থের পাগল করা ভালোবাসা ছিল। যে কারণে ছোট্ট পন্থ মায়ের হাত ধরে ক্রিকেট খেলার জন্য বাড়ি ছেড়েছিলেন। এসেছিলেন দিল্লিতে। দিন কাটত মাঠে আর রাত কাটত গুরদোয়ারাতে। ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য সমস্ত ত্যাগস্বীকার করেন পন্থের মা। পরবর্তীতে পন্থ প্রতিষ্ঠিত হয়ে সেই কষ্টের মূল্য দেন। দেশের জার্সিতে এবং আইপিএলে অনবদ্য পারফর্ম করে পন্থ ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন।

২০১৬ সাল থেকে আইপিএলে খেলছেন ঋষভ পন্থ। তাঁকে ২০১৬ সালের আইপিএলের আগে কেনে দিল্লি ডেয়ারডেভিলস। যেদিন তাঁকে দিল্লি কেনে, সেই দিন তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শতরান করেন এবং ভারতীয় দলকে সেমিফাইনালে পৌঁছে দেন। সেই ২০১৬ সাল থেকে আইপিএলে দিল্লি টিমের সঙ্গেই যুক্ত পন্থ। দলের নাম বদলে দিল্লি ক্যাপিটালস হয় ২০১৯ সালে। ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটতে যাওয়ার সময় নেতা করা হয় পন্থকে। এরপর ২০২২ সালের আইপিএলেও তাঁকেই দিল্লি ক্যাপ্টেন রাখে। ২০২৩ সালের আইপিএলে তিনি দুর্ঘটনার কারণে খেলতে পারেনি। তাঁর জায়গায় ডেভিড ওয়ার্নার দিল্লি টিমকে নেতৃত্ব দেন। এ বার পন্থ আবার স্বমহিমায় আইপিএলে ফিরতে চলেছেন। এটাই দেখার যে তিনি ক্যাপ্টেন্সি করেন কিনা।

ভারতীয় ক্রিকেটের অত্যন্ত জনপ্রিয় মুখ ঋষভ পন্থ। তরুণ উইকেটকিপার ব্যাট হাতে যেমন পারদর্শী উইকেটের পিছনেও ঠিক তেমনই। দেশের হয়ে তিন ফর্ম্যাটেই পন্থ খেললেও টেস্ট ক্রিকেটে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও ২২ গজে নেমেই আবার শাসন করা শুরু করেছেন পন্থ। যার ঝলক দেখা যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের আইপিএল শিবিরে।