বিরাট বন্ধুত্ব। সেটা অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল হোক কিংবা প্রোটিয়া এবি ডিভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাট কোহলির সঙ্গে জুটিটা দুর্দান্ত হয়। বিরাট কোহলির পাশাপাশি আরসিবিতে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তা নিঃসন্দেহে এবিডি। এই তালিকায় নাম লিখিয়েছেন আর এক প্রোটিয়া ক্রিকেটার ফাফ ডুপ্লেসিও। এই জুটির ব্যাটিংয়ের সময় মনে হয়, আরসিবি সব ম্যাচই জিতবে। মাহির টিম থেকে আরসিবিতে যোগ দেওয়া ডুপ্লেসিকেও আপন করে নিয়েছে বেঙ্গালুরু। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রয়্যাল চ্যালেঞ্জার্সকে দীর্ঘ কয়েক বছর নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ট্রফি না জেতার আক্ষেপ রয়েই গিয়েছে। ক্যাপ্টেন্সি ছেড়ে পুরোপুরি ব্যাটিংয়ে মনযোগ দিতে চেয়েছিলেন। সেটিই করছেন বিরাট। প্রয়োজনে ডুপ্লেসিকে নেতৃত্বে সহযোগিতাও করছেন। ২০২২ সালের আইপিএলের আগে মেগা অকশনে ফাফ ডুপ্লেসিকে নেয় আরসিবি। নেতৃত্বের ব্যাটন তাঁর হাতে তুলে দেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিভিন্ন টুর্নামেন্টেই নেতৃত্ব দিয়েছেন ফাফ ডুপ্লেসি। গত সংস্করণে আইপিএলে তাঁর নেতৃত্বে দুর্দান্ত খেলেছে আরসিবি।
সেই ২০১২ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন ফাফ ডুপ্লেসি। ব্যাটিংয়ের পাশাপাশি প্লাস পয়েন্ট তাঁর ফিল্ডিং। বয়সের সঙ্গে ফিল্ডিংয়ের ধার কমেনি। ঠিক যেন বিরাট কোহলির মতোই। ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছেন। এই বিষয়ে আদর্শ মানেন বিরাট কোহলিকেই। তরুণদেরও পরামর্শ দেন বিরাটকে দেখে শিখতে। চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাফ ডুপ্লেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার জায়গা ছিল না। এ বারও ডুপ্লেসি, বিরাট, ম্যাক্সিকে ঘিরে ভালো কিছুর স্বপ্ন দেখছে আরসিবি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি ১৩০ ম্যাচ খেলেছেন ফাফ ডুপ্লেসি। প্রায় ৩৭ গড়ে করেছেন ৪১৩৩ রান। ৩৩টি হাফসেঞ্চুরি রয়েছে ফাফের। গত মরসুমে আরসিবিকে দুর্দান্ত টেনেছেন। বিরাটের সঙ্গে তাঁর ওপেনিং জুটিই বেশ কিছু ম্যাচে আরসিবির ভিত গড়ে দিয়েছে। ১৪ ম্যাচে ৭৩০ রান করেছিলেন ফাফ। প্লে-অফেও উঠেছিল আরসিবি।