Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

David Warner: ‘গালি বয়’ ওয়ার্নার! সতর্কবার্তা দিলেন হার্দিকদের

IND vs AUS: ১৭ মার্চ ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে সেই ম্যাচ। তার আগে মুম্বইয়ের রাস্তায় ক্রিকেট খেলতে দেখা গেল অজি তারকাকে।

David Warner: 'গালি বয়' ওয়ার্নার! সতর্কবার্তা দিলেন হার্দিকদের
'গালি বয়' ওয়ার্নার! সতর্কবার্তা দিলেন হার্দিকদের
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2023 | 5:51 PM

মুম্বই: সদ্য বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে অস্ট্রেলিয়ার (Australia)। এ বার ভারতের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওডিআই সিরিজ খেলবে অজিরা। এই সিরিজের জন্যই ভারতে হাজির হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। ভারতের বিরুদ্ধে দিল্লি টেস্টে কনুইয়ে চোট পেয়েছিলেন ওয়ার্নার। তারপর তিনি দেশে ফিরে গিয়েছিলেন। সেই চোট সেরে যাওয়ার ফলে এ বার দলের সঙ্গে যোগ দিতে ভারতে এসেছেন ওয়ার্নার। ১৭ মার্চ ভারতের বিরুদ্ধে (India vs Australia) প্রথম ওডিআই ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে সেই ম্যাচ। তার আগে মুম্বইয়ের রাস্তায় ক্রিকেট খেলতে দেখা গেল অজি তারকাকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ভারতকে ওয়ার্নার নিজের দ্বিতীয় বাড়ি বলেই মনে করেন। ভারতের সঙ্গে ওয়ার্নারের একটা আলাদা সম্পর্ক রয়েছে। এখানকার সংস্কৃতি তাঁর ভীষণ পছন্দের। মেন ইন ব্লু-র বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে এসে মুম্বইে পা রাখার পরই ওয়ার্নার গাড়ি থেকে একটি সেলফি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে, মুম্বইয়ে গলি ক্রিকেট কাঁপিয়েছেন ওয়ার্নার। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই সেই ভিডিয়ো শেয়ার করেছেন। এখনও অবধি ২ মিলিয়ন মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। মুম্বইয়ের রাস্তায় বাচ্চাদের সঙ্গে ওয়ার্নারের ক্রিকেট খেলার ভিডিয়ো দেখে একাধিক ইন্সটাগ্রাম ব্যবহারকারী বিভিন্ন কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, “এক হি দিল হ্যায়, কিতনি বার জিতোগে?”। আরও একজন লিখেছেন, “ভারতে এলে যে অজি ক্রিকেটার সব চেয়ে বেশি ভালোবাসা পায়… তার কারণ এই।” এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী আবার মজা করে লিখেছেন, “ভাইকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দিন।”

উল্লেখ্য, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ শেষ হওয়ার পর ওয়ার্নার ভারতেই থাকবেন। আইপিএলে তাঁকে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা যাবে। শুধু তাই নয়, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর অনুপস্থিতিতে ওয়ার্নারের হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হতে পারে। ক্রিকেটমহলে কান পাতলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আইপিএলের পর রয়েছে এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৭ জুন থেকে ওভালে তা শুরু হবে। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের কাছে ১-২ ব্যবধানে হারার পর অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়ে দেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন ডেভিড ওয়ার্নার।