AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ajinkya Rahane, IPL 2022 Auction: কলকাতায় রাহানে

Ajinkya Rahane, Auction Price :আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) বেস প্রাইস ১ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স (KKR)।

Ajinkya Rahane, IPL 2022 Auction: কলকাতায় রাহানে
রাহানে।
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 2:27 PM
Share

বেঙ্গালুরু: আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) বেস প্রাইস ১ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স (KKR)। দ্বিতীয় দিনের শুরুতেই রাহানেকে তুলে নেয় কেকেআর। সম্প্রতি ফর্মের ধারেকাছে নেই মুম্বইকর। জাতীয় দলের জার্সিতেও সুযোগ পাবেন কিনা সন্দেহ। ফর্মে ফিরতে রঞ্জি ট্রফি খেলছেন রাহানে। তবুও অভিজ্ঞ ব্যাটারের প্রতি আস্থা দেখাল শাহরুখ খানের দল। কেকেআরের এই স্ট্র্যাটেজি দেখে ক্রিকেটমহল কার্যত দুই ভাগ। একমহলের যুক্তি, রাহানেকে নেওয়ার কোনও মানেই হয় না। অপরমহলের যুক্তি, রাহানেকে নেওয়ায় নাইটদের দলে অভিজ্ঞতা বাড়ল। সিনিয়র ক্রিকেটার হওয়ার সুবাদে জুনিয়রদের পরামর্শও দিতে পারবেন। বিকল্প অধিনায়কের কাজ করতে পারবেন রাহানে। গত বছর দিল্লি ক্যাপিটালসে ছিলেন। শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সিতেও দু’বছর আগে সেখানে খেলেছেন। আবারও কেকেআরে শ্রেয়স-রাহানেকে একসঙ্গে খেলতে দেখা যাবে।

গত বছর মাত্র ২টো ম্যাচ খেলেছিলেন। ২০২০ আইপিএলে ৯টা ম্যাচ খেলেছিলেন। রাহানেকে দলে নেওয়ায় মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ক্রিকেটারকে পেল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বর্ষীয়ান ক্রিকেটারের ২০ ওভারের ফরম্যাটে স্ট্রাইকিং রেট এখন খুবই কম। সেই জায়গায় রাহানেকে দলে নেওয়া কতটা কার্যকর হবে তা তো সময়ই বলবে।

নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর আগেই বলছেন, ‘প্যাট কামিন্সকে ৭.২৫ কোটি টাকায় আবার টিমে ফেরত পেয়ে ভালো লাগছে। আশা করছি ও নিজেকে আরও বেশি মেলে ধরবে। শ্রেয়স আর কামিন্সকে তোলার সময় আমাদের হার্ট বিট বেড়ে গিয়েছিল। প্রথম রাউন্ডের পর কিছুটা শান্ত হতে পেরেছি।’ কামিন্স নাকি শ্রেয়স, কে হবেন ক্যাপ্টেন? ভেঙ্কির পরিষ্কার মন্তব্য, ‘কে ক্যাপ্টেন হবে টিমের, তা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন কোচ। এটুকু বলা যেতে পারে, কামিন্স এবং শ্রেয়সের মতো নেতা হওয়ার বিকল্প আমাদের হাতে রয়েছে।’

আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।

আরও পড়ুন: Deepak Chahar, IPL 2022 Auction: জানেন বল প্রতি কত দাম দীপক চাহারের?