Neetu David: ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেমে নীতু
ICC Hall of Fame: ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেমে জায়গা করে নিলেন নীতু। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে প্রথম এই সম্মান পেয়েছিলেন ডায়না এডুলজি। অ্যালেস্টার কুক, নীতু ডেভিড এবং এবিডি যথাক্রমে ১১৩, ১১৪, এবং ১১৫তম সদস্য হলেন আইসিসি হল অব ফেমে।
আইসিসি হল অব ফেমে যোগ করা হল তিন ক্রিকেটারকে। তাঁরা হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার স্যার অ্যালেস্টার কুক, প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স এবং ভারতের প্রাক্তন স্পিনার তথা নির্বাচন কমিটির প্রধান নীতু ডেভিড। ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেমে জায়গা করে নিলেন নীতু। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে প্রথম এই সম্মান পেয়েছিলেন ডায়না এডুলজি। অ্যালেস্টার কুক, নীতু ডেভিড এবং এবিডি যথাক্রমে ১১৩, ১১৪, এবং ১১৫তম সদস্য হলেন আইসিসি হল অব ফেমে।
ভারতে মহিলা ক্রিকেটে বড় অবদান রাখা নীতু ডেভিড আইসিসি হল অব ফেমে জায়গা প্রসঙ্গে আইসিসির বিবৃতিতে বলেন, ‘এটা বিরাট সম্মান। আমার কাছে কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পর সবচেয়ে বড় সম্মান এটাই। খেলার প্রতি সারাজীবনের দায়বদ্ধতা, সমস্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফল। ধন্যবাদ জানাতে চাই আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড, আমার সতীর্থ, কোচ, পরিবারকে। তাদের সহযোগিতা এবং সমর্থন ছাড়া এই অবধি পৌঁছনো সম্ভব হত না।’
বর্তমানে ভারতের মহিলা দল নির্বাচন কমিটির প্রধান নীতু ডেভিড। প্রথম ভারতীয় হিসেবে মেয়েদের ক্রিকেটে ১০০ ওয়ান ডে উইকেট নিয়েছিলেন এই স্পিনার। ২০০৫ সালে ওয়ান ডে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট ছিল তাঁর ঝুলিতেই। সেই বিশ্বকাপে ভারত রানার্স হয়েছিল, নীতু নিয়েছিলেন ২০টি উইকেট। বোলিংয়ে তাঁর গড় ১৬.৩৪। যা পুরুষ কিংবা মহিলাদের ক্রিকেটে সেরা। মেয়েদের টেস্টে এক ইনিংসে ৫৩ রানে ৮ উইকেট সেরা বোলিং পরিসংখ্যানও তাঁর দখলেই।