AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravindra Jadeja: কালিস, কপিল দেবকে ছাপিয়ে রেকর্ড বুকে জাডেজা! যে কীর্তি কারও নেই…

ICC Men’s Ranking: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ এবং সিনিয়র রবীন্দ্র জাডেজা আইসিসি র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে দীর্ঘ সময় এক নম্বর টেস্ট অলরাউন্ডার হিসেবে রয়েছেন। যাঁর জেরে রেকর্ড বুকে নাম তুলে ফেললেন জাডেজা।

Ravindra Jadeja: কালিস, কপিল দেবকে ছাপিয়ে রেকর্ড বুকে জাডেজা! যে কীর্তি কারও নেই...
Image Credit: PTI FILE
| Updated on: May 14, 2025 | 9:33 PM
Share

মাঠে রো-কো জুটির ব্যাটিং এতদিন চাপে ফেলত বিপক্ষের বোলারদের। এ বার টেস্ট থেকে তাঁদের সরে দাঁড়ানো চাপে ফেলেছে ভারতীয় দলকে। এমনই মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। খবরটি মন ভারী করে তুলেছে ক্রিকেটপ্রেমীদের। তবে সেই আবহেই কিছুটা খুশির খবর। জ্য়াক কালিস, কপিল দেব, ইমরান খানকে ছাপিয়ে টেস্টে রেকর্ড গড়ে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। কী রেকর্ড গড়েছেন জাড্ডু?

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ এবং সিনিয়র রবীন্দ্র জাডেজা আইসিসি র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে দীর্ঘ সময় এক নম্বর টেস্ট অলরাউন্ডার হিসেবে রয়েছেন। যাঁর জেরে রেকর্ড বুকে নাম তুলে ফেললেন জাডেজা। ২০২২ সালের ৯ মার্চ থেকে এখনও পর্যন্ত আইসিসি টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। টেস্ট ফর্ম্যাটে ধারাবাহিকতার সঙ্গে পারফর্ম করেন জাডেজা। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই নিজের ছাপ ফেলেন তিনি। প্রচুর ক্ষেত্রে দলকে প্রবল চাপ থেকে বের করেছেন। ফলস্বরূপ টানা তিন বছর ধরে টেস্ট ‌র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর অলরাউন্ডার তিনি।

গত বছর অলরাউন্ড দক্ষতার দুর্দান্ত প্রদর্শন করেছিলেন জাডেজা, ২৯.২৭ এর গড়ে ৫২৭ রান করেছিলেন। এবং বোলিংয়েও ২৪.২৯ গড়ে ৪৮ উইকেট নিয়েছিলেন তিনি। ইংল্যান্ড, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ে অনেক বড় ভূমিকায় দেখা গিয়েছিল জাডেজাকে।

একটানা ১১৫১ দিন ধরে আইসিসি অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন জাডেজা। যার দরুণ টেস্টের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে এক নম্বর টেস্ট অলরাউন্ডার হিসেবে থাকার রেকর্ডও ঝুলিতে ভরেছেন জাডেজা। টেস্ট খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়ে, ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি। ৩২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের চেয়ে অনেক এগিয়ে। ফিটনেস ও মানিয়ে নেওয়ার ক্ষমতা দিয়ে ৩৬ বছর বয়সেও মাঠে দাপট বজায় রেখে চলেছেন।

বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, জাডেজা দীর্ঘতম ফর্ম্যাটে ভারতের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়দের একজন। ২০২৫ সালের জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাঁর অভিজ্ঞতা কাজে আসবে ভারতের।