Amitabh Bachchan: লেজেন্ডস ক্রিকেট লিগের ‘মুখ’ বিগ বি

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Dec 09, 2021 | 5:18 PM

Legends Cricket League: প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আমেরিকার মাটিতে টি-২০ ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানেও দুটি দলের অধিনায়ক ছিলেন সচিন এবং ওয়ার্ন। প্রতি বারই দেখা গেছে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে যথেষ্ট উন্মাদনা আছে সমর্থকদের মধ্যে। সেই ছবিগুলোই নতুন এই লিগ করার ভাবনাকে প্রভাবিত করে।

Amitabh Bachchan: লেজেন্ডস ক্রিকেট লিগের মুখ বিগ বি
নতুন ভূমিকায় অমিতাভ বচ্চন। সৌ: টুইটার

Follow Us

নয়াদিল্লি: অবসর নেওয়া ক্রিকেটারদের পেশাদার লিগ। তারই ব্র্যান্ড অ্যাম্বাসাডর (brand ambassador) করা হল বিলিউডের মহানায়ক অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। ওমানের ক্রিকেট স্টেডিয়ামে ২০২২ সালের জানুয়ারি মাসে খেলা হবে লেজেন্ডস ক্রিকেট লিগ (Legends Cricket League)। লিগে খেলবে তিনটি দল। ভারত (India), এশিয়া ও অবশিষ্ট বিশ্ব একাদশ। এমন ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত খোদ অমিতাভ। বিগ বি বলছেন, “যৌবনে ক্রিকেট খেলেছি। পাশাপাশি কমেন্ট্রি বক্সেও সময় কাটিয়েছি। এ বার একটা ক্রিকেট লিগের মুখ হওয়ার সুযোগ এসেছে আমার সামনে। ক্রিকেটের লেজেন্ডরা আমায় অনেক দারুণ মুহূর্ত উপহার দিয়েছে। আবার তারা মাঠে নামবে। তাই লেজেন্ডস লিগ ক্রিকেটের সমর্থকদের কাছে একটা বড় উপহার।”

 

 

আগেই ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে লেজেন্ডস ক্রিকেট লিগের কমিশনার পদে বসানো হয়েছে। অমিতাভ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় উচ্ছ্বসিত রবিও। তিনি বলেছেন, “ভারতীয় সিনেমার শাহেনশাহ, আমাদের হৃদয়ের ডন, গোটা বিশ্বের সামনে তুলে ধরবেন লেজেন্ডস ক্রিকেট লিগ। অমিতজির সঙ্গে কাজ করতে পারা গর্বের বিযয়। ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”

ইতিমধ্যেই পাকিস্তান (Pakistan), শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দলের প্রাক্তন ক্রিকেটাররা খেলার কথা জানিয়েছেন। এই দেশের ক্রিকেটারদেরই ভাগ করা হবে তিনটি দলে। দু’বছর আগে প্রাক্তন তারকাদের নিয়ে রোড সেফটি ওয়াল্ড সিরিজ শুরু হয়েছিল। সেখানে সচিন-শেহওয়াগ-লারা-ব্রেট লির মতো তারকারা মাঠে নেমেছিলেন। প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আমেরিকার মাটিতে টি-২০ ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানেও দুটি দলের অধিনায়ক ছিলেন সচিন এবং ওয়ার্ন। প্রতি বারই দেখা গেছে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে যথেষ্ট উন্মাদনা আছে সমর্থকদের মধ্যে। সেই ছবিগুলোই নতুন এই লিগ করার ভাবনাকে প্রভাবিত করে।

 

আরও পড়ুন : India Tour of South Africa: বিরাটদের প্রোটিয়া সফরের আগে টিপস ভিভিএস লক্ষ্মণের

Next Article
India vs New Zealand: ভারতকে খোঁচা দিয়ে টুইট, মিচেল ম্যাকক্লেনাঘানকে তুলোধনা করল ভারতীয় সমর্থকরা
বিরাটের মতো ব্যাটার টিমের দরকার, বলছেন রোহিত