AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Australia Cricket: ছয় বলে ছয় উইকেট! শোরগোল ফেলে দিয়ে দলকে জেতালেন অস্ট্রেলিয়ার বোলার

6 Wickets in 1 Over: ছয় বলে ছয় ছক্কার কথা উঠলেই যুবরাজ সিং থেকে শুরু করে রিঙ্কু সিংয়ের কথা সকলের মাথায় আসে। আর ছয় বলে ছয় উইকেট? কি মনে পড়ে এমন ঘটনা? একটা দলের জয়ের জন্য যখন ৫ রান প্রয়োজন, সেই সময় প্রতিপক্ষ দলের বোলার নিলেন ছয় উইকেট। এই অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন এক অস্ট্রেলিয়ান বোলার।

Australia Cricket: ছয় বলে ছয় উইকেট! শোরগোল ফেলে দিয়ে দলকে জেতালেন অস্ট্রেলিয়ার বোলার
Australia Cricket: ছয় বলে ছয় উইকেট! শোরগোল ফেলে দিয়ে দলকে জেতালেন অস্ট্রেলিয়ার বোলার Image Credit: Twitter
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 3:11 PM
Share

নয়াদিল্লি: ছয় বলে ছয় ছক্কার কীর্তি দেশ-বিদেশের বেশ কয়েকজন ক্রিকেটার গড়েছেন। আর ছয় বলে ছয় উইকেট? এমনটা কে নিয়েছেন মনে পড়ে? এক ওভারে ৬টি উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন এক অস্ট্রেলিয়ান বোলার। ভারতে চলছে ওডিআই বিশ্বকাপ। টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট পেয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এর মধ্যে অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার এক ম্যাচে নিয়েছেন ৬ বলে ৬ উইকেট (6 Wickets in 1 Over)। এবং দলকে জিতিয়েছেনও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অবশ্য এমন ঘটনা এই প্রথম ঘটেনি। অতীতেও এক ওভারে ছয় উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে। ২০১৭ সালের জানুয়ারিতে ১ ওভারে অ্যালেড ক্যারি এর আগে ৬টি উইকেট নিয়েছিলেন। এ বার অস্ট্রেলিয়ান বোলার গ্যারেথ মর্গ্যান এই কাণ্ড ঘটিয়েছেন। গোল্ড কোস্টের প্রিমিয়ার লিগ ডিভিশন-৩ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল মুদগ্রিবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব ও সারফার্স প্যারাডাইস। ৪০ ওভারের ওই ম্যাচে মুদগ্রিবা প্রথমে ব্যাটিং করে ১৭৮ রান তোলে। সেই রান তাড়া করতে নেমে ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে সারফার্স ১৭৪ রান তুলেছিল। শেষ ওভারে জিততে হলে সারফার্সের আর চাই ৫ রান। এরপরই সারফার্স প্যারাডাইসের বিরুদ্ধে সেই অবাক করা কাণ্ড ঘটান গ্যারেথ মর্গ্যান।

মুদগ্রিবার অধিনায়ক গ্যারেথ মর্গ্যান ম্যাচের শেষ ওভারে বল হাতে তুলে নেন। এরপর তিনি ৪০তম ওভারের প্রথম বলেই জ্যাক গারল্যান্ডের উইকেট তুলে নেন। এর পরের ২টি বলেও তিনি সারফার্সের ২ ক্রিকেটারকে ফেরান। হ্যাটট্রিক করার পরই মর্গ্যান ভাবেন, ম্যাচটা তাঁর দল জিততে চলেছে। এরপর বাকি ৩টি বলেও যে তাঁর নামে উইকেট আসছে তিনি ভাবেননি। কিন্তু তাঁর করা চতুর্থ বলে আউট হন ওয়েড ম্যাকডুগল। পঞ্চম বলে তিনি আউট করেন রিলে এককার্লস্লেকে। ওভারের শেষ বলে ব্রডি ফ্রেলানকে আউট করেন মর্গ্যান। যার ফলে ৪ উইকেটে ১৭৪ রান থেকে ১৭৪ রানে অলআউট হয়ে যায় সারফার্স। অধিনায়ক মর্গ্যানের দাপুটে বোলিংয়ে ভর করে ৪ রানে ম্যাচ জিতে নেয় মুদগ্রিবা। আর মর্গ্যানের এই অসাধারণ বোলিং নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে।