Global T20 Canada League : শেষ বলে পেল্লাই ছক্কা, মন্ট্রিয়লকে গ্লোবাল টি২০ ট্রফি জেতালেন রাসেল
টি ২০ ফরম্যাটের সেরা ক্রিকেটারদের মধ্যে আন্দ্রে রাসেলকে গণ্য করা হয়। সেটা আবারও প্রমাণ করলেন তিনি। কানাডায় গ্লোবাল টি ২০ লিগের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার শেষ বলে ছয় হাঁকিয়ে মন্ট্রিয়ল টাইগার্সকে জেতালেন তিনি।
টরেন্টো : টি ২০তে ক্যারিবিয়ান ক্রিকেটারদের জয়জয়কার। আন্তর্জাতিক ক্রিকেটে পরপর দুটো ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে সেদেশেরই বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল জেতালেন টি ২০ ফ্র্য়াঞ্চাইজি লিগ (Global T20 Canada League)। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘদিনের সৈনিক রাসেল (Andre Russell) গ্লোবাল কানাডা টি ২০ লিগে খেলছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। রবিবার ছিল টুর্নামেন্টের ফাইনাল। ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জিতিয়ে খেতাব জেতান। ২০তম ওভারে দুটি ছয় মারেন রাসেল। দ্য জাগুয়ার্স টিমের বিরুদ্ধে ৫ উইকেটে ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলেছে মন্ট্রিয়ল। এই দলের নেতৃত্বে ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিস লিন। যিনি একটা সময় কেকেআরের সদস্য ছিলেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মন্ট্রিয়লের ক্যাপ্টেন ক্রিস লিন। পাওয়ার প্লে ওভারে ৩৫ রান তোলার পর ওপেনার মহম্মদ হ্যারিস ২৩ রানে ফেরেন। লিটন দাস ১৩ বলে ১২ রান করে ফেরেন। জতিন্দর সিংয়ের ৬ রানের ইনিংসের দৌলতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে সারে জাগুয়ার্স। রান তাড়া করতে নেমে মন্ট্রিয়লের সূচনাটা ভালো হয়নি। দলের হয়ে খাতা খোলার আগেই ফেরেন মহম্মদ ওয়াসিম। ক্যাপ্টেন ক্রিস লিনের অবদান ৩১ রান। বাকিদেরও পারফরম্যান্স বলার মতো নয়। ১৩১ রান তাড়া করতে নেমে চাপে পড়ে যায় মন্ট্রিয়ল।
What a match! What an ending! Dre Russ gets the Tigers their first GT20 Canada Silverware ?#GT20Canada #GT20Season3 #GlobalT20 #CricketsNorth #GT20Finals #SJvMT pic.twitter.com/UN2xsQpA71
— GT20 Canada (@GT20Canada) August 7, 2023
ম্যাচের অন্তিম মুহূর্তে ম্যাচের ফয়সালা হয়। শেরফানে রাদারফোর্ড এবং আন্দ্রে রাসেল জুটি ক্রিজে থাকার সময় শেষ ২ ওভারে ২৫ রানের প্রয়োজন ছিল মন্ট্রিয়ল টাইগার্সের। শেষ ওভারে দুটি ছয় হাঁকিয়ে ম্যাচ জেতান রাসেল। তাঁর ৬ বলে ২০ রান মন্ট্রিয়লের জয়ে বড় অবদান রেখেছে। রাদারফোর্ড ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। ৫ উইকেটে ম্যাচ জিতে প্রথম বার গ্লোবাল টি২০ কানাডা লিগ জিতল মন্ট্রিয়ল টাইগার্স।