Rinku Singh: আবু ধাবিতেও রিঙ্কু ভক্ত, আজ কে বসবেন টিভির সামনে?
India vs Australia, 4th T20: রাইপুরে শুক্র-সন্ধেয় ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে রিঙ্কু কেমন পারফর্ম করে এ বার সেটাই দেখার। দুই দলই চাইবে এই ম্যাচ জিততে। অজিরা জিতলে সিরিজে সমতা ফিরবে। আর ফয়সলা হবে রবিবার রাতে। আর ভারত আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের নামে করবেন সূর্য-শ্রেয়সরা।

রাইপুর: আলিগড়ের রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম এখন সকলের মুখে মুখে। কলকাতা থেকে সুদূর আবু ধাবি… সর্বত্র চর্চা চলে নাইট সুপারস্টার রিঙ্কু সিংকে নিয়ে। বর্তমানে রিঙ্কু সিং ভারতের (India) হয়ে টি-টোয়েন্টি (T20) সিরিজে খেলছেন। শুক্র সন্ধেতে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই সিরিজ মুঠোয় ভরবে মেন ইন ব্লু। বিশ্বকাপের পর পরই এই সিরিজ শুরু হয়েছে। আর ভারতের ইনিংস চললেই সকলেই চাইছেন রিঙ্কু ম্যাজিক দেখতে। শুধু দেশের ক্রিকেট প্রেমীরাই নয়, এ বার সুদূর আবু ধাবি থেকেও একজন আজ ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্যাচে চোখ রাখবেন। কে তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বর্তমানে আবু ধাবিতে টি-১০ লিগে খেলছেন ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল। ডেকান গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে খেলেন তিনি। আর আইপিএলে দ্রে রাস খেলেন রিঙ্কু সিংয়ের সঙ্গে, কেকেআরে। কলকাতায় খেলার সুবাদে রিঙ্কুকে খুব কাছ থেকে দেখেছেন রাসেল। তিনি জানিয়েছেন, রিঙ্কুকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। আর সেই রিঙ্কুর জন্যই এখন তিনি টেলিভিশনের পর্দায় চোখ রাখেন। ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে নজর রেখেছেন রাসেল। তার বিশেষ কারণ অবশ্য রিঙ্কু সিং।
আবু ধাবি থেকে রাসেল যে কারণে বলেছেন, ‘আমি ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে নজর রেখেছি। যদি আমি কিছু মিস করে যাই, তা হলে হাইলাইটস দেখি। আর সেটা করি বেশিরভাগ সময় রিঙ্কুর জন্য।’ দেশের জার্সিতে রিঙ্কু নতুন ফিনিশারের তকমা পেয়ে গিয়েছেন। রাসেল অবশ্য রিঙ্কুর এই ফর্ম দেখে অবাক নন। তাই তিনি বলেছেন, ‘রিঙ্কু যেমন পারফর্ম করছে তাতে আমি বিন্দুমাত্র অবাক নই। কয়েক বছর আগে ও কেকেআরে যোগ দিয়েছিল। আইপিএলের সময় কেকেআরে নেটে যখন ওকে অনুশীলন করতে দেখতাম তখন বুঝতে পারতাম ও কী করতে পারে। বড় বড় শট খেলত। আইপিএলে ওভাবে খেলা আর এখন বড় মঞ্চে সুযোগ পাওয়াকে কাজে লাগানো দারুণ ব্যাপার। ও একজন দারুণ টিমম্যান। ওর প্রতিভা রয়েছে। ম্যাচের পর ম্যাচ যেভাবে ও ফিনিশ করতে তা এক কথায় অসাধারণ। দেশের হয়ে খেলার স্বপ্ন ওর পূরণ হয়েছে। আমি আশাবাদী কয়েক বছরের মধ্যে ও নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে।’
রাইপুরে শুক্র-সন্ধেয় ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে রিঙ্কু কেমন পারফর্ম করে এ বার সেটাই দেখার। দুই দলই চাইবে এই ম্যাচ জিততে। অজিরা জিতলে সিরিজে সমতা ফিরবে। আর ফয়সলা হবে রবিবার রাতে। আর ভারত আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের নামে করবেন সূর্য-শ্রেয়সরা।
