AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: ব্র্যাভোর নাচ, রাসেলের হেয়ারস্টাইলে মুগ্ধ নেটিজেনরা

কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আইয়ারকে ফেরানোর পর আঙুল তুলে নাচ করলেন ব্র্যাভো। এই নাচও ভাইরাল নেটদুনিয়ায়। নাইট রাইডার্সের স্যাম বিলিংসকে আউট করার পরও একই রকম সেলিব্রেশন করেন ব্র্যাভো।

IPL 2022: ব্র্যাভোর নাচ, রাসেলের হেয়ারস্টাইলে মুগ্ধ নেটিজেনরা
ডোয়েন ব্র্যাভো ও আন্দ্রে রাসেল। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 6:45 PM
Share

মুম্বই: সিএসকের অনুশীলনেই ড্রেস রিহার্সাল করেছিলেন। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে সেটা করে দেখালেন। ভেঙ্কটেশ আইয়ারকে আউট করার পর নাচের মাধ্যমে সেলিব্রেশন ডোয়েন ব্র্যাভোর। বরাবরই ক্রিকেটদুনিয়াকে নানা ভাবে মাতিয়ে রাখেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। কয়েকদিন আগেই বিপিএলের এক ম্যাচে কোমিল্লার হয়ে ডোয়েন ব্র্য়াভো উইকেট নিয়ে পুষ্পা সিনেমার শ্রীবল্লি গানের তালে পা মিলিয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আইয়ারকে ফেরানোর পর আঙুল তুলে নাচ করলেন ব্র্যাভো। এই নাচও ভাইরাল নেটদুনিয়ায়। নাইট রাইডার্সের স্যাম বিলিংসকে আউট করার পরও একই রকম সেলিব্রেশন করেন ব্র্যাভো। আইপিএল নিলামের আগে চেন্নাই সুপার কিংস রিটেন করে ব্র্যাভোকে। সিএসকের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনিকেও ধন্যবাদ জানিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

ধোনির প্রশংসা করে এর আগে ব্র্যাভো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা সবাই জানি আমি আর ধোনি একে অপরকে ভাই বলে ডাকি। আমাদের মধ্যে বন্ধুত্ব অটুট। বিশ্ব ক্রিকেটের অ্যাম্বাসাডর ধোনি। ও আমার কেরিয়ারেও অনেক সাহায্য করেছে। চেন্নাই সুপার কিংসে আমরা দুজনেই অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি। আইপিএলে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। তাতে আমাদের দু’জনের অবদান রয়েছে অনেকটা। আমাকে সিএসকে রিটেন না করলেও আমি নিলামে থাকছি। ১০০ শতাংশ রয়েছি। আমি জানিনা, কোন দল আমাকে শেষ পর্যন্ত নেবে। আমার ভাগ্য যেখানে নিয়ে যাবে, সেখানেই কেরিয়ার শেষ করব। চেন্নাই সুপার কিংস আদৌ আমাকে নেবে কিনা কিংবা অন্য কোনও দল নিলামে আমাকে নেবে কিনা তাও জানিনা। তবে ভারতে আমার একটা জনপ্রিয়তা আছে। ভারতে যা ভালোবাসা পেয়েছি তা কখনও ভুলব না। আর এই সবকিছু সম্ভব হয়েছে ধোনির জন্য। ওর জন্য অনেক কিছু করব বলে ভবিষ্যতে ভেবে রেখেছি। ধোনির জন্য এমন কিছু করতে চাই, যা এই বিশ্বে একটা ছাপ ফেলতে পারে। যেখানে ভক্তরাও ওকে পাবে।’

ব্র্যাভোর পাশাপাশি আইপিএলের প্রথম দিনে নজর কেড়েছে আন্দ্রে রাসেলের হেয়ারস্টাইল। মাঠে ক্যারিবিয়ানদের উপস্থিতি মানেই রকমারি বাহার। ক্যারিবিয়ানরা বরাবরই আইপিএলের আকর্ষণ কয়েকগুণ বাড়িয়ে দেন। অবাক করে দিয়েছে রাসেলের চুলের স্টাইলও। মোহক স্টাইলের চুলে আগেও দেখা গিয়েছে রাসেলকে। এবারও তাঁর চুলে সেই মোহক ছাট। চুলের রংয়েও বাহারি। একদিকে বেগুনী, অন্যদিকে সোনালী।

আরও পড়ুন: IPL 2022: আইপিএলের ডাগআউটে দিল্লি-মুম্বইয়ের সুন্দরীরা