ICC ODI World Cup 2023: ‘হেলমেটের স্ট্র্যাপ সামলে’, ম্যাচ চলাকালীন ম্যাথিউসের সঙ্গে মশকরা কেন উইলিয়ামসনের
Kane Williamson and Angelo Mathews: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে ‘টাইমড আউট’ বিতর্কের রেশ এখনও কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেটে এই ঐতিহাসিক ঘটনা নিয়ে নানা মজাও হচ্ছে। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মজার ছলে ম্যাথিউসকে হেলমেটের কথা মনে করিয়ে দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই মুহূর্তের ভিডিয়ো। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাকিবকে খোঁচা দিয়ে নানা মজাও হচ্ছে।
বেঙ্গালুরু: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘টাইমড আউটের’ শিকার হয়ে ইতিহাসের পাতায় লঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউস। টাইমড আউট বিতর্কের রেশ এখনও কাটেনি। তারই মাঝে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মজার ছলে ম্যাথিউসকে হেলমেটের কথা মনে করিয়ে দিলেন কেন উইলিয়ামসনরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্য়েই ভাইরাল এই মুহূর্তের ভিডিয়ো। কেনের এই মশকরা দেখে হাসি চেপে রাখতে পারছেন না নেটিজেনরা। ম্যাচ চলাকালীন ম্যাথিউসকে কী বললেন কিউয়ি অধিনায়ক? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। তবে এ বার আবহাওয়া বাধা হয়নি কিউয়িদের। লঙ্কানদের হারিয়ে শেষ চারের রাস্তা পাকা করে ফেলেছেন ব্ল্যাক ক্যাপসরা। প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। চরিথ আসালঙ্কা আউট হওয়ার পর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন ম্যাথিউস। তাঁকে দেখে নিজেদের মধ্যে কিছুটা একটা বলাবলি করতে দেখা যায় কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্টকে। কমেন্ট্রি বক্সেও তখন জোর আলোচনা চলছে। সকলের বুঝতে খুব একটা দেরি হয়নি যে ‘টাইমড আউট’ নিয়েই আলোচনা চলছে সেখানে। এরপর ম্যাথিউস ক্রিজে আসতেই, ঠাট্টার ছলে তাঁকে কিউয়ি অধিনায়ক বলেন, “হেলমেট ঠিক আছে তো? সামলে কিন্তু।” কেনের কথায় হো হো করে হেসে ওঠেন ম্যাথিউস। দুই ক্রিকেটারের রশিকতার এই মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হাসি চেপে রাখতে পারছেন না নেটিজেনরা। সে দিনের ঘটনার পর যেভাবে ক্ষুব্ধ হয়েছিলেন ম্যাথিউস, তারপর যে এই রকম প্রতিক্রিয়া দেবেন, তা হয়তো ভেবে উঠতে পারেননি কেউ।
Trent Boult and Kane Williamson were teasing Angelo Mathews for his timed out dismissal#SLvsNZ#RohitSharma𓃵 #ViratKohli #CWC23INDIA #abhiya #elvisha #abhisha #INDvsENG #CricketWorldCup #CricketWorldCup2023 pic.twitter.com/xzAooZZI9L
— Virat Kohli(parody) (@harshraj5056) November 9, 2023
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে গত ম্যাচে ‘টাইমড আউটের’ শিকার হন ম্যাথিউস। ক্রিজে এসে হেলমেটের স্ট্র্যাপে কিছু সমস্যা থাকায় তা বদল করতে খানিকটা সময় নেন লঙ্কান তারকা। এরপরই আম্পায়ারের কাছে ‘টাইমড আউটের’ আবেদন জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ারের সিদ্ধান্ত মতো শেষমেশ ‘টাইমড আউট’ হয়ে মাঠ ছাড়তে হয় ম্যাথিউসকে। এই ঘটনার পর বিতর্ক শুরু হয় বিভিন্ন মহলে। রাগে ফেটে পড়েন ম্যাথিউস। মাঠেই হেলমেট ছুড়ে ফেলে দিয়ে আসেন। সাকিবের আচরণ নিয়েও ওঠে নিন্দের ঝড়।