AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sarfaraz Khan: পাল্টা চাপ দিতে জানে… সরফরাজ খানের বিধ্বংসী ইনিংসে মুগ্ধ ভারতের কিংবদন্তি

India vs New Zealand, 1st Test: বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিন ওই সেঞ্চুরির পর সরফরাজকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে অনিল কুম্বলের মতো প্রাক্তন ক্রিকেটাররা। সরফরাজ সেঞ্চুরিতে থেমে থাকেননি। ১৫০ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়েন।

Sarfaraz Khan: পাল্টা চাপ দিতে জানে... সরফরাজ খানের বিধ্বংসী ইনিংসে মুগ্ধ ভারতের কিংবদন্তি
| Updated on: Oct 19, 2024 | 5:27 PM
Share

কলকাতা: শূন্য থেকে শতরান… বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়াম খালি হাতে ফেরাল না সরফরাজ খানকে (Sarfaraz Khan)। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন মুম্বইয়ের ছেলে সরফরাজ। এরপর দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান এসেছে তাঁর ব্যাটে। এটিই তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। তাও এসেছে যে সময় টিম ইন্ডিয়া প্রবল চাপে ছিল। তাঁর এই ইনিংস একদিকে ভারতকে চাপ থেকে বের করেছে যেমন, তেমনই তাঁকেও অনেক আত্মবিশ্বাস দিয়েছে। বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিন ওই সেঞ্চুরির পর সরফরাজকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে অনিল কুম্বলের মতো প্রাক্তন ক্রিকেটাররা। সরফরাজ সেঞ্চুরিতে থেমে থাকেননি। ১৫০ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়েন।

ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতিতে জিও সিনেমাকে অনিল কুম্বলে বলেন, ‘ও (সরফরাজ খান) যখন মাঠে ঢোকে, তখনই বোঝা যায় ওর একটা আলাদা প্রভাব রয়েছে। ওর মধ্যে একটা চালাক-চতুর বিষয়ও রয়েছে। আর সেটা দিয়ে সহজেই ও বিপক্ষের উপর পাল্টা চাপ তৈরি করতে পারে। মনে করিয়ে দিই এর আগে ও একটা সিরিজে খেলেছে। আর এখন চাপের মধ্যে থেকেও বোলিং আক্রমণকে বেশ সামলে দিল।’

সরফরাজের বিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা নিয়ে বলার পাশাপাশি জাম্বো বলেন, ‘স্পিনের বিরুদ্ধে ওর দারুণ নিয়ন্ত্রণ রয়েছে। পেসও দারুণ সামলেছে। স্কোয়ারে ওকে আটকানোর চেষ্টা করা হলে ও কভার বেছে নিয়েছে বাউন্ডারির জন্য। ও বেশি নড়াচড়া করে না। এক জায়গায় টিকে থাকে। এবং নিজের গেমপ্ল্যানকে বাস্তবায়িত করে।’