বিজয় হাজারে ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ চলছে। প্রথম দিন একঝাঁক দুর্দান্ত ইনিংস দেখা গিয়েছে। এর মধ্যে তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারের বিধ্বংসী সেঞ্চুরি ইনিংস রয়েছে। তেমনই লখনউ সুপার জায়ান্টসের তরুণ ব্যাটার যুবরাজ চৌধুরীও সেঞ্চুরি করেছেন। কিন্তু সকলের মধ্যে বাড়তি গুরুত্ব পাচ্ছে অনমোলপ্রীত সিংয়ের শতরান। লিস্ট এ (ঘরোয়া ওয়ান ডে)ক্রিকেটে রেকর্ড বুকেও নাম লেখালেন অনমোলপ্রীত।
লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের দখলে। তবে ওয়ান ডে আন্তর্জাতিকে সেটিই এখনও শীর্ষে। এবি ডিভিলিয়ার্স ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের হয়ে খেলা কোরি অ্যান্ডারসনের (৩৬ বলে) দ্রুততম লিস্ট এ সেঞ্চুরির রেকর্ডও ভেঙেছিলেন সেই ইনিংসে। ওয়ান ডে আন্তর্জাতিকে এবিডি দ্রুততম সেঞ্চুরির মালিক হলেও লিস্ট এ ক্রিকেটে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অজি তরুণ জ্যাক ফ্রেজার-ম্যাকগুরুক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে অনবদ্য় পারফর্ম করেছিলেন জ্যাক। যদিও তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবেই সুযোগ পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে। এর নেপথ্যে কারণ ছিল লিস্ট এ ক্রিকেটে তাঁর ২৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়া। লিস্ট এ ক্রিকেটে তৃতীয় দ্রুততম হিসেবে এই তালিকায় যোগ হল অনমোলপ্রীত সিংয়ের নাম। তিনি ৩৫ বলে সেঞ্চুরি করেছেন।
পঞ্জাবের টপ অর্ডার ব্যাটার অনমোলপ্রীত এ দিন বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাপ্টেন অভিষেক শর্মার আউটে ক্রিজে প্রবেশ অনমোলপ্রীতের। অরুণাচল প্রদেশের দেওয়া ১৬৫ রানের টার্গেট মাত্র ১২.৫ ওভারেই পেরিয়ে যায় পঞ্জাব। ৩৫ বলে সেঞ্চুরিতেই থামেননি, ৪৫ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন অনমোল। আইপিএলের মেগা অকশনে অবশ্য আনসোল্ডই ছিলেন। ভারতীয়দের মধ্যে দ্রুততম লিস্ট এ সেঞ্চুরিতে যেন সেই জবাব দিলেন।