India vs Pakistan, ICC World Cup: ভারত-পাক মহারণে বিরাটদের তাতাতে আমেদাবাদে অনুষ্কা শর্মা

IND vs PAK, ICC ODI World Cup 2023: ওডিআই বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। ভারত-পাকিস্তান মহারণ মিস করতে চান না কেউ। সশরীরে যাঁরা স্টেডিয়ামে যেতে পারেননি তাঁদের চোখ টেলিভিশনে এবং মোবাইলের স্ক্রিনে। আর যাঁদের কাছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রবেশের সুবর্ণ সুযোগ রয়েছে, তাঁরা আজ সবচেয়ে ভাগ্যবান। এমনটা বলছে নেটদুনিয়া।

India vs Pakistan, ICC World Cup: ভারত-পাক মহারণে বিরাটদের তাতাতে আমেদাবাদে অনুষ্কা শর্মা
India vs Pakistan, ICC World Cup: ভারত-পাক মহারণে বিরাটদের তাতাতে আমেদাবাদে অনুষ্কা শর্মা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 8:02 PM

আমেদাবাদ: বিশ্বকাপের (ICC World Cup) হাইভোল্টেজ ম্যাচ। ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ মিস করতে চান না কেউ। সশীরের যাঁরা স্টেডিয়ামে যেতে পারেননি তাঁদের চোখ টেলিভিশনে এবং মোবাইলের স্ক্রিনে। আর যাঁদের কাছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রবেশের সুবর্ণ সুযোগ রয়েছে, তাঁরা আজ সবচেয়ে ভাগ্যবান। এমনটা বলছে নেটদুনিয়া। হাজার হাজার দর্শক আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি ভরিয়েছেন। এই ম্যাচ ঘরে বসে দেখার জায়গায় ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করার লোভ সামলাতে পারেননি বিরাট কোহলির স্ত্রী, বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মাও (Anushka Sharma)। তাই শনি-দুপুরের ম্যাচের আগেই তিনি পৌঁছে যান আমেদাবাদে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

শনি-দুপুরের ভারত-পাক ম্যাচের ঠিক আগে নেটদুনিয়ায় অনুষ্কা শর্মার আরও একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে এক বিমানের ভেতর ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং দেশের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের সঙ্গে পোজ দিয়েছেন বিরাট-পত্নী অনুষ্কা।

বলিউড ডিভা অনুষ্কা যখন আমেদাবাদের বিমানবন্দরে পৌঁছান, তখন তাঁর পরনে ছিল কালো জাম্পস্যুট এবং স্লিভলেস কালো কোর্ট। পুলিশি নিরাপত্তায় তিনি বিমানবন্দর থেকে বেরোন। সেই ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআইয়ের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগেই শোনা গিয়েছিল দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। বিরাট কোহলি ভারতের প্রথম ওয়ার্ম আপ ম্যাচের পর মুম্বই ফিরে যান। সেই সময় শোনা যায়, পারিবারিক এমার্জেন্সির কারণে তিনি বাড়ি ফিরে গিয়েছেন। অবশ্য দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেন কোহলি। ওই সময় বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়, অনুষ্কার বেবি বাম্পও দেখা গিয়েছে। আজ, অবশ্য কালো জাম্পস্যুটে অনুষ্কার বেবি বাম্প বোঝা যায়নি।

আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ভিআইপি বক্স থেকে মেন ইন ব্লুর জন্য গলা ফাটাতে দেখা যাবে অনুষ্কাকে। আমেদাবাদে অনুষ্কার পৌঁছনোর ভিডিয়োতে নেটিজেনরা কমেন্ট করেন, ‘ভাবিজি বিরাট ভাইয়ের জন্য গুড লাক নিয়ে এলেন।’  অপর এক জনের কমেন্ট, ‘কোহলিকে মোটিভেট করতে এসেছেন অনুষ্কা।’