Virat Kohli Retires: তোমার চোখের জল কেউ দেখেনি… বিরাটের অবসর নিয়ে কী লিখলেন অনুষ্কা?

Anushka Sharma on Virat Kohli: দুঃখ, কষ্ট, যন্ত্রণার অসংখ্য গল্পের খোঁজ কখনও মেলেনি। এমনকি চোখের জলের খবরও অজানা। তার খোঁজ রাখেন একমাত্র অনুষ্কা। বিরাটের অবসরের দিনে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার পোস্টও মন ছুঁয়ে গেল ভক্তদের।

Virat Kohli Retires: তোমার চোখের জল কেউ দেখেনি... বিরাটের অবসর নিয়ে কী লিখলেন অনুষ্কা?
Image Credit source: Mark Evans/Getty Images

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 12, 2025 | 4:23 PM

কলকাতা: অবসর ঘোষণার কিছু পরেই মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। ভক্তরা ছেঁকে ধরেছিলেন তাঁকে। কিন্তু বিরাট মুখ খোলেননি। পাশে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। যেমন থাকেন ভালো-মন্দ সময়ে। বিরাটকে নিয়ে অনেক গল্প। যার অধিকাংশই অজানা। বিরাটকে নিয়ে চার দেওয়ালের অজানা গল্পগুলো জানেন শুধু অনুষ্কা। দুঃখ, কষ্ট, যন্ত্রণার অসংখ্য গল্পের খোঁজ কখনও মেলেনি। এমনকি চোখের জলের খবরও অজানা। তার খোঁজ রাখেন একমাত্র অনুষ্কা। বিরাটের অবসরের দিনে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার পোস্টও মন ছুঁয়ে গেল ভক্তদের।

অনুষ্কা লিখেছেন, ‘সবাই রেকর্ড আর মাইলস্টোন নিয়ে কথা বলে। কিন্তু আমি মনে রাখব, ওর কখনও না দেখতে পাওয়া চোখের জল। যে যুদ্ধ কেউ কখনও দেখেনি। টেস্টের প্রতি ওর অপরিমীত ভালোবাসা। আমি জানি, তোমাকে কতটা দিতে হয়েছে। প্রতিটা টেস্ট সিরিজের পর তোমাকে আরও একটু উন্নতি করতে দেখেছি, তোমাকে আরও বিনীত হতে দেখেছি। তোমার এই বদলগুলো দেখতে পাওয়া আমার কাছে দারুণ এক প্রাপ্তি।’

বিরাটের অবসর কি হঠাৎ? এই প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে। ৩৬ বছর বয়স তাঁর। আরও ক’টা বছর খেলতে পারতেন টেস্ট। অন্তত ইংল্যান্ড সফরটাতে থাকতে পারতেন দলের সঙ্গে। কিন্তু কয়েক দিনের গুঞ্জনকেই সত্যি করে দিলেন বিরাট। অনুষ্কা লিখেছেন, ‘অনেক সময় আমি মনে মনে কল্পনা করেছি, তুমি টেস্ট থেকে অবসর নিয়েছ। কিন্তু বরাবর তুমি তোমার হৃদয়ের ডাকই শুনেছ। আজ তোমাকে আমার ভালোবাসাটুকুই জানাব। যেটা তুমি এই যাত্রার মধ্যে দিয়ে অর্জন করেছ।’