Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Tendulkar: বাবার ৫০তম জন্মদিনে অ্যাডভান্স গিফ্ট অর্জুনের

Sachin Tendulkar 50th Birthday: আগামী ২৪ এপ্রিল সচিন তেন্ডুলকরের জন্মদিন। মাস্টার ব্লাস্টারের ভক্তরা এখন থেকেই তাঁর প্রি-বার্থ ডে সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। তারই মাঝে এ বার বাবাকে ৫০তম জন্মদিনে অ্যাডভান্স গিফ্ট দিয়ে দিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি উইকেট নিয়েছেন সচিনপুত্র।

Arjun Tendulkar: বাবার ৫০তম জন্মদিনে অ্যাডভান্স গিফ্ট অর্জুনের
Arjun Tendulkar: বাবার ৫০তম জন্মদিনে অ্যাডভান্স গিফ্ট অর্জুনের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 9:56 PM

মুম্বই: আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের (MI) জার্সিতে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) ডেবিউ দেখার অপেক্ষায় ছিলেন একাধিক ক্রিকেট প্রেমীরা। ১৬তম আইপিএলে সেই অপেক্ষার অবসান হয়েছে। অবশেষে MI জার্সি গায়ে চাপিয়ে তিনটে ম্যাচে খেলে নিলেন সচিনপুত্র। আইপিএল ডেবিউ ম্যাচে অর্জুন কোনও উইকেট না পেলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পেয়েছেন। যে কারণে ঘুরে ফিরে মুম্বইয়ের ম্যাচ থাকলেই তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে। আজ, শনিবার ওয়াংখেড়েতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের দ্বিতীয় উইকেট পেয়েছেন অর্জুন। আগামী সোমবার, ২৪ এপ্রিল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৫০তম জন্মদিন। তার আগে বাবাকে অ্যাডভান্স বার্থ ডে গিফ্ট দিলেন অর্জুন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬.৪ ওভারে প্রভসিমরণ সিংয়ের উইকেট তুলে নেন অর্জুন। ১৭ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন প্রভসিমরণ সিং। উইকেট পাওযার আনন্দে দু’হাত ওপরে তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অর্জুনকে।

অর্জুন ধীরে ধীরে ইয়র্কার স্পেশালিস্ট হয়ে উঠছেন। কিন্তু অর্জুনের লাইন লেন্থ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ বলে তাঁর নিয়ন্ত্রণ থাকছে না। মাঝে মাঝেই তিনি ওয়াইড, নো বল দিয়ে বসছেন। যে কারণে অর্জুনকে নিয়ে সমালোচনা হতেই পারে। কিন্তু তিনি ঠিক কোনও না কোনও পরিস্থিতিতে প্রতিপক্ষের একটা হলেও উইকেট নিয়ে নিচ্ছেন। যার ফলে তাঁর ওয়াইড বা নো বল নিয়ে সেই অর্থে সমালোচনা হচ্ছে না। প্রসঙ্গত, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২.৫ ওভার বল করে ১৮ রান দিয়ে আইপিএল কেরিয়ারের প্রথম উইকেট নিয়েছিলেন অর্জুন। ভুবনেশ্বর কুমারকে ইয়র্কার দিয়েই ফাঁসিয়েছিলেন অর্জুন।

চাপের মুখে ভেঙে পড়ছেন সচিনপুত্র

এখনও অবধি ১৬তম আইপিএলের ৩টি ম্যাচে খেলেছেন অর্জুন তেন্ডুলকর। প্রতি ম্যাচেই ওয়াইড দিয়েছেন অর্জুন। এই যেমন – সচিনপুত্র ডেবিউ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ২ ওভার বল করেছিলেন। ১৭ রান দিয়েছিলেন। তার মধ্যে ছিল ১টি ওয়াইড। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ২.৫ ওভার বল করে ১৮ রান দিয়েছিলেন অর্জুন। তার মধ্যে ছিল ৩টি ওয়াইড। আজ, শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩ ওভার বল করে ৪৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। কিন্তু তাতে রয়েছে ৪টি ওয়াইড।