Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2024: দুবাইয়ে দুরন্ত ছন্দে, KKR নিলামে নিতে পারে এই রাইজিং স্টারকে

U19 Asia Cup, Arshin Kulkarni: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ এ-তে রয়েছে ভারত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক উদয় সাহারান। রাজ লিম্বানি, অর্শিন কুলকার্নি, নমন তিওয়ারিদের দাপুটে বোলিংয়ের সুবাদে আফগানিস্তান ১৭৩ রানে গুটিয়ে যায়। কোনও আফগান ক্রিকেটার অর্ধশতরান করতে পারেননি। আফগান ওপেনার জামশিদ জাদরানের ব্যাটে এসেছে সর্বাধিক (৪৩) রান। ৩টি করে উইকেট নেন রাজ লিম্বানি, অর্শিন কুলকার্নি।

KKR, IPL 2024: দুবাইয়ে দুরন্ত ছন্দে, KKR নিলামে নিতে পারে এই রাইজিং স্টারকে
KKR, IPL 2024: দুবাইয়ে দুরন্ত ছন্দে, KKR নিলামে নিতে পারে এই রাইজিং স্টারকে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 7:49 PM

দুবাই: আর দশ দিন পর দুবাইতে বসবে আইপিএল-২০২৪ (IPL) এর মিনি নিলামের আসর। তার আগে দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ঢাকে কাঠি পড়েছে। এই টুর্নামেন্টে নজর রাখছে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজিও। বিশেষ নজর থাকবে দেশের যুব ক্রিকেটারদের দিকে। এর আগে ২০২২ সালে যুব বিশ্বকাপের পর যশ ধুল, রাজবর্ধন হাঙ্গারগেকর, হর্ষিত রানাদের মতো তারকাদের আইপিএলের একাধিক দলগুলো নিলাম থেকে নিয়েছিল। তার আগেও এমন বহু উদাহরণ রয়েছে। তেমনই এ বারের যুব এশিয়া কাপের তারকাদের দিকেও ফোকাস থাকতে পারে কেকেআর, চেন্নাই, মুম্বইয়ের মতো দলগুলোর। কে বলতে পারে ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে যুব এশিয়া কাপে (U19 Asia Cup) খেলা ক্রিকেটারদের ভাগ্য বদলে যাবে না? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ এ-তে রয়েছে ভারত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক উদয় সাহারান। রাজ লিম্বানি, অর্শিন কুলকার্নি, নমন তিওয়ারিদের দাপুটে বোলিংয়ের সুবাদে আফগানিস্তান ১৭৩ রানে গুটিয়ে যায়। কোনও আফগান ক্রিকেটার অর্ধশতরান করতে পারেননি। আফগান ওপেনার জামশিদ জাদরানের ব্যাটে এসেছে সর্বাধিক (৪৩) রান। ৩টি করে উইকেট নেন রাজ লিম্বানি, অর্শিন কুলকার্নি।

বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৭০ রানের অপরাজিত ইনিংস উপহার দেন অর্শিন কুলকার্নি। ৮ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন অর্শিন। এরপর ওপেনিংয়ে নেমে শেষ অবধি ক্রিজে থাকেন। অর্শিনের অনবদ্য ইনিংসের সৌজন্যে ৭৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। তারপর থেকে নেটদুনিয়ায় আলোচনা চলছে অর্শিন কুলকার্নিকে নিয়ে। দুবাইতে হতে চলা নিলামে তাঁকে নেওয়ার জন্য লড়াই হতে পারে একাধিক দলের।

দুবাইয়ে আফগানদের বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করেছেন অর্শিন কুলকার্নি। যার ফলে সত্যিই তিনি আইপিএল নিলামে কোনও দলে সুযোগ পেতেই পারেন। ভবিষ্যতের কথা ভেবে কলকাতা, চেন্নাই বা মুম্বই অর্শিনের মতো অনূর্ধ্ব-১৯ অলরাউন্ডারকে নেওয়ার জন্য ঝাঁপাতেই পারে। একবার আইপিএলের মঞ্চে ওঠার সুযোগ পেলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে সুদূর ভবিষ্যতে মেলে ধরতেও পারেন অর্শিন কুলকার্নি। কেকেআরে যেমন হর্ষিত রানা, সিএসকেতে যেমন রাজবর্ধন হাঙ্গারগেকররা রয়েছেন। কে বলতে পারে, ভবিষ্যতে অর্শিনও কোনও না কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে ফুল ফোটাতে পারেন। অনেক ফ্র্যাঞ্চাইজিই ভবিষ্যতের জন্য ‘বিনিয়োগ’ করে থাকে তরুণ ক্রিকেটারদের জন্য।