AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs England 2021: সৌরভের লন্ডন সফরে শাস্ত্রীর কোচিং নিয়ে আলোচনার সম্ভবনা : সূত্র

২০১৭ সালে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় রবি শাস্ত্রীর (Ravi Shastri) হাতে। তবে চলতি বছরের শেষের দিকে, টি-২০ বিশ্বকাপের পর তাঁর চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে।

India vs England 2021: সৌরভের লন্ডন সফরে শাস্ত্রীর কোচিং নিয়ে আলোচনার সম্ভবনা : সূত্র
India vs England 2021: সৌরভের লন্ডন সফরে শাস্ত্রীর কোচিং নিয়ে আলোচনার সম্ভবনা : সূত্র
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 5:43 PM
Share

লন্ডন: বিরাট কোহলি ও জো রুটদের দ্বৈরথ দেখার জন্য লর্ডসে (Lord’s) হাজির বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সূত্রের খবর অনুযায়ী, দ্বিতীয় টেস্ট চলাকালীন বিরাটদের হেড স্যারের কোচিং ভবিষ্যত নিয়ে আলোচনা হতে পারে।

২০১৭ সালে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় রবি শাস্ত্রীর (Ravi Shastri) হাতে। তবে চলতি বছরের শেষের দিকে, টি-২০ বিশ্বকাপের পর তাঁর চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে পুনরায় শাস্ত্রীর চুক্তির মেয়াদ নাও বাড়তে পারে। তাঁর জায়গায় রোহিতদের প্রধান কোচের ভূমিকায় আসতে পারেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

বিসিসিআইয়ের এক সূত্রের খবর অনুযায়ী, “এই বিষয়ে কিছু বলাটা এখনই ঠিক নয়। তবে বিসিসিআই প্রেসিডেন্ট, সচিব, কোষাধ্যক্ষ ও ভাইস-প্রেসিডেন্ট লন্ডনে এসেছেন। তাই তাঁরা ভারতীয় দলের সফর নিয়ে ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শাস্ত্রী ও দলের সকলের সঙ্গে আলোচনা করবেন। শাস্ত্রীর ব্যাপারেও লন্ডন টেস্ট চলাকালীন আলোচনা হতে পারে। তবে আমি এখনও বলব এ ব্যাপারে এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।”

রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট সিরিজ জিতেছে, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে ওয়ান ডে এবং টি -টোয়েন্টি সিরিজ জিতেছে এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতাও অর্জন করেছিল। কিন্তু WTC ফাইনালে জিততে পারেনি টিম ইন্ডিয়া। সাফল্য-ব্যর্থতা দুই রয়েছে শাস্ত্রীর কোচিংয়ে। তা সত্ত্বেও বিশেষজ্ঞ মহলে কান পাতলে শোনা যাচ্ছে বদলে যেতে চলেছে বিরাটদের কোচ।

আরও পড়ুন: India vs England 2021: ইংল্যান্ডে বিরাটদের সুইং সামলানোর টিপস সচিনের

আরও পড়ুন: IND vs ENG 2nd Test Day 1 Live: ভালো শুরু টিম ইন্ডিয়ার, লর্ডসে ফের বৃষ্টির কোপ