AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: ‘বিশ্বকাপে জায়গা পেতে হলে অনেক লড়তে হবে রিঙ্কুকে’, বলছেন দেশের প্রাক্তন তারকা

টিম ইন্ডিয়ার রাইজিং স্টার রিঙ্কু সিং (Rinku Singh) আগামী বছরের টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন। তাঁর এই স্বপ্নপূরণ হওয়া খুব সহজ নয়। কিন্তু কোনও কিছুই অসম্ভবও নয়। যে কারণে রিঙ্কুও হাল ছাড়ছেন না। দেশের হয়ে চলতি অস্ট্রেলিয়া সিরিজে রিঙ্কু ছাপ রেখেছেন। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। এ বার দেশের এক প্রাক্তন তারকা বলেছেন, রিঙ্কু সিং নিঃসন্দেহে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে থাকার অন্যতম দাবিদার।

Rinku Singh: 'বিশ্বকাপে জায়গা পেতে হলে অনেক লড়তে হবে রিঙ্কুকে', বলছেন দেশের প্রাক্তন তারকা
Rinku Singh: 'বিশ্বকাপে জায়গা পেতে হলে অনেক লড়তে হবে রিঙ্কুকে', বলছেন দেশের প্রাক্তন তারকা Image Credit: BCCI
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 6:47 PM
Share

নয়াদিল্লি: যে কোনও ক্রিকেটারই দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন। একইসঙ্গে থাকে বিশ্বকাপে (ICC World Cup) খেলার স্বপ্নও। যা খুব সহজে পূরণ হয় না। টিম ইন্ডিয়ার রাইজিং স্টার রিঙ্কু সিং (Rinku Singh) আগামী বছরের টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন। তাঁর এই স্বপ্নপূরণ হওয়া খুব সহজ নয়। কিন্তু কোনও কিছুই অসম্ভবও নয়। যে কারণে রিঙ্কুও হাল ছাড়ছেন না। দেশের হয়ে চলতি অস্ট্রেলিয়া সিরিজে রিঙ্কু ছাপ রেখেছেন। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। এ বার দেশের এক প্রাক্তন তারকা বলেছেন, রিঙ্কু সিং নিঃসন্দেহে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে থাকার অন্যতম দাবিদার। কে বললেন এ কথা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের প্রাক্তন জোরে বোলার আশিস নেহরা বলেছেন, তিনি মনে করেন আগামী বছরের টি-২০ বিশ্বকাপে একাদশে ফিনিশার হিসেবে জায়গা করে নেওয়ার জন্য লড়বেন রিঙ্কু সিং। জিও সিনেমার ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম প্রিভিউ শো-তে এই বিষয়ে বলেছেন আশিস নেহরা। তাঁর কথায়, ‘এ বিষয়ে সন্দেহ নেই ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার অন্যতম দাবিদার রিঙ্কু সিং। কিন্তু বিশ্বকাপ আসতে এখনও দেরি রয়েছে। আর টিমে জায়গা করে নিতে হলে ওকে অনেক প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।’

নেহরাজি রিঙ্কুর পাশাপাশি জীতেশ শর্মা, তিলক ভার্মাদের খেলার কথাও উল্লেখ করেন। কিন্তু রিঙ্কু যে ভাবে সকলকে দেখিয়ে দিয়েছেন, তিনি কী করতে পারেন, তা নজর কেড়েছে আশিস নেহরার। তাঁর কথায়, ‘আমাদের আলোচনা করতে হবে শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ারা কোন পজিশনে খেলবে। আমাদের দেখতে হবে ১৫জন সদস্যের স্কোয়াডে কতগুলো জায়গা রয়েছে। তবে একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায়, রিঙ্কু সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ও কীভাবে চাপ তৈরি করতে পারে। বিশ্বকাপ আসতে দেরি রয়েছে। তার আগে দক্ষিণ আফ্রিকা সফর ও আইপিএলও রয়েছে।’

দেশের হয়ে ৯টি টি-টোয়েন্টিতে খেলেছেন রিঙ্কু সিং। তাতে ৫টি ইনিংসে রিঙ্কু করেছেন ১৭৪ রান। গড় ৮৭.০০ এবং স্ট্রাইক রেট ১৯৭। সর্বাধিক রান ৪৬। রয়েছে ১৬টি চার ও ১১টি ছয়।