IND vs SL: এশিয়া কাপ খেতাব মুঠোয় রাখতে ভারতকে বড় রানের লক্ষ্য দিতে চায় শ্রীলঙ্কা

Asia Cup 2023 Final: এশিয়া কাপের আজ ফাইনাল (Asia Cup 2023 Final)। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি টুর্নামেন্টের দুই সবচেয়ে সফল দল। ভারত এবং শ্রীলঙ্কা। মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে টস জিতেছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এবং টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শানাকা।

IND vs SL: এশিয়া কাপ খেতাব মুঠোয় রাখতে ভারতকে বড় রানের লক্ষ্য দিতে চায় শ্রীলঙ্কা
এশিয়া কাপ খেতাব মুঠোয় রাখতে ভারতকে বড় রানের লক্ষ্য দিতে চায় শ্রীলঙ্কা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 5:18 PM

কলম্বো: ইটস শো টাইম! কোনও সিনেমার নয়। এশিয়া কাপের আজ ফাইনাল (Asia Cup 2023 Final)। রবিবার জমবে একটা দুরন্ত ম্যাচ দিয়ে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি টুর্নামেন্টের দুই সবচেয়ে সফল দল। ভারত এবং শ্রীলঙ্কা। মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে টস জিতেছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এবং টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শানাকা। গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তা অবশ্য টি-২০ ফর্ম্যাটে হয়েছিল। এ বারের এশিয়া কাপ ওডিআই ফর্ম্যাটে হচ্ছে। তাই নেপাল ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দল গুলোর জন্য ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি বলা হচ্ছিল। একের পর এক ম্যাচের শেষে এ বার ফাইনালের পালা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ভারত (India) ও শ্রীলঙ্কা (Sri Lanka) দুই দলের একাদশ এবং ক্যাপ্টেনরা টসের পর কী বললেন।

টস জিতে দাসুন শানাকা বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। উইকেট ভালো দেখাচ্ছে। বিকেলের দিকে টার্ন হতে পারে। গত বছর এই দর্শকদের সমর্থন সামনে থেকে পাইনি। আমরা ভাগ্যবান যে এ বার সেটা পাব। তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে খুশি। ওয়াল্লালাগে, পাথিরানা ও সাদিরার পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। চরিথ যেভাবে ফিনিশ করছে তা বেশ ভালো দলের জন্য। আমরা খুশি যেভাবে খেলছি তাতে। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট দলের ক্রিকেটারদের উৎসাহিত করবে।’

শ্রীলঙ্কার একাদশে আজ একটি পরিবর্তন। চোট পাওয়া মহেশ থিকশানার জায়গায় একাদশে এসেছেন দুশান হেমন্ত।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লালাহে, দুসান হেমন্ত, প্রমোদ মধুশান ও মাথিশা পাথিরানা।

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘টস জিতলে আমরাও ব্যাটিং বাছতাম। আমরা শেষ ম্যাচে ব্যাটিং করে জয়ের কাছে পৌঁছেছিলাম। শ্রীলঙ্কা আজ যা টার্গেট দেবে, তা পূরণ করার চেষ্টা করব। এই পিচে ২৩০-২৪০ ভালো স্কোর। আমাদের আজ প্রথম কাজ বল হাতে ভালো করা। তারপর দেখা যাবে ব্যাটিংয়ে আমরা কেমন করি। শেষ ম্যাচে গিল ওর ক্লাস দেখিয়েছিল। এখানকার দর্শকরা অসাধারণ। আমরা যখন এখানে আসি ভালো সমর্থন পাই। দুই দলকেই এখানকার দর্শকরা সমর্থন করেন। শ্রীলঙ্কার জন্য অবশ্য একটু বেশি সমর্থন আসে। আশা করি সকলে একটা ভালো ফাইনালের সাক্ষী হবে।’

এশিয়া কাপের ফাইনালে অক্ষর প্যাটেলের জায়গায় একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর। চোটের কারণে অক্ষর প্যাটেল ফাইনালে খেলতে পারছেন না। এ ছাড়া একাদশে ফিরেছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।

এই নিয়ে এশিয়া কাপের ফাইনালে অষ্টম বার সাক্ষাৎ হচ্ছে দুই দলের। তার মধ্যে ৪ বার জিতেছে ভারত এবং ৩ বার জিতেছে শ্রীলঙ্কা। এ বার দেখার চলতি এশিয়া কাপের ফাইনালে কী হয়।