IND vs SL: ‘পাক-বধ’ এর মাঠে লঙ্কানদের বড় রানের লক্ষ্য দিতে চায় রোহিতের ভারত
Asia Cup 2023: গত বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ ভারতের সুপার ফোরের ম্যাচ। দুরন্ত ছন্দে রয়েছে দাসুন শানাকার দল। ওডিআই ফর্ম্যাটে এই নিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত শ্রীলঙ্কা। আজ যদি রোহিত-বিরাটরা হারাতে পারেন শানাকাদের, তা হলে একদিকে ভারত পাবে ফাইনালের টিকিট। সঙ্গে শ্রীলঙ্কায় জয়রথও থামবে।
কলম্বো: এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় জয়ের ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই ফের কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নামতে চলেছেন রোহিত শর্মারা। গত বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে আজ ভারতের সুপার ফোরের ম্যাচ। দুরন্ত ছন্দে রয়েছে দাসুন শানাকার দল। ওডিআই ফর্ম্যাটে এই নিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত শ্রীলঙ্কা। আজ যদি রোহিত-বিরাটরা হারাতে পারেন শানাকাদের, তা হলে একদিকে ভারত পাবে ফাইনালের টিকিট। সঙ্গে শ্রীলঙ্কায় জয়রথও থামবে। কলম্বোয় লঙ্কানদের বিরুদ্ধে টস জিতেছেন ভারত (India) অধিনায়ক রোহিত শর্মা। টস তো জিতল ভারত, ম্যাচও জিতবে তো? তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন টস আপডেট ও দুই দলের একাদশ।
দাসুন শানাকার দলের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। ‘পাক-বধ’ এর মাঠে লঙ্কানদের বড় রানের লক্ষ্য দিতে চায় মেন ইন ব্লু। টসের সময় রোহিত জানান, ভারতের একাদশে আজ একটি পরিবর্তন করা হল। পিচ ড্রাই। ঘাস নেই। তাই পরিবেশ দেখে শার্দূল ঠাকুরের জায়গায় একাদশে এসেছেন অক্ষর প্যাটেল। পরপর তিনদিন ম্যাচ খেলার ব্যাপারে রোহিতের কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন ‘এটাই স্পোর্টসম্যানের চ্যালেঞ্জ। যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে হবে। সকল প্লেয়ারকেই এটা করতে হয়।’ দলের ক্রিকেটাররা ক্লান্ত নন, বরং তরতাজা রয়েছেন। জানিয়েছেন হিটম্যান। তাঁর কথায়, ‘আমরা ভালো পারফর্ম করার সব রকম চেষ্টা করব। আমরা সবার গতকাল রাতে পুলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। প্লেয়াররা তরতাজা আছে। আজ একটা ফ্রেশ ডে। আমরাও তরতাজা থেকেই শুরু করার চেষ্টা করব।’
এক ঝলকে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল। জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা জানান, টস জিতলে তিনিও ব্যাটিং বাছতেন। তাঁর কথায়, ‘আমরাও ব্যাটিং বাছতাম। উইকেট ভালো। বড় রান তোলার চেষ্টা করতাম। সিনিয়র প্লেয়ারদের ছাড়াও দল বেশ ভালো পারফর্ম করছে। জুনিয়র ক্রিকেটাররাই এখন সিনিয়র হয়ে উঠেছে। ওয়েলালাগে, সাদিরা, মাথিসারা দারুণ পারফর্ম করছে। আশা করি সকলে সেই ছন্দই আজকের ম্যাচে ধরে রাখবে। ভারতীয় দল কিন্তু আমাদের টিমের তুলনায় অনেকটাই শক্তিশালী। তাই আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে।’ এরপরই শানাকা জানান ভারতের বিরুদ্ধে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা।
এক ঝলকে শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশঙ্কা, দিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রজিথা ও মাথিসা পাথিরানা।