Sanjay Manjrekar, IND vs PAK : শাহিন আফ্রিদিকে সামলানোর টোটকা দিলেন সঞ্জয়
Asia Cup 2023, Team India: গত রবিবার প্রথমে ব্যাটিং নিয়েছিল ভারত। শাহিন আফ্রিদি শুরু থেকেই বিধ্বংসী। নতুন বলে সুইং করাবেন, এমনটাই প্রত্যাশিত। বেশ কিছু বল বাঁ হাতি পেসারের ন্যাচরাল অ্যাঙ্গল, অর্থাৎ রোহিতের জন্য বাইরের দিকে যাচ্ছিল। একটা ডেলিভারি ভেতরে আনতেই বিপত্তি। ক্লিন বোল্ড। বিশ্ব ক্রিকেটে এ-যুগের সেরা ব্যাটার বিরাট কোহলি আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে শুরু করেছিলেন। শাহিনের সামান্য ইনসুইংয়ে প্লেড-অন। বিশ্বের প্রথম বোলার হিসেবে একই ইনিংসে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আউটের রেকর্ড গড়েন শাহিন আফ্রিদি।
কলম্বো: ভারতীয় টপ অর্ডার বনাম শাহিন শাহ আফ্রিদি। ভারত-পাকিস্তান ম্যাচ এলে এখন এই বিষয়টিই সবচেয়ে বেশি চর্চায়। আজ সুপার সানডে-তে সুপার ফোর পর্বে মুখোমুখি ভারত-পাকিস্তান। কলম্বোয় ম্যাচ। প্রবল বৃষ্টির কারণে কদিন আগেও এখানে ম্যাচ হওয়া নিয়ে সংশয় ছিল। এখনও আশঙ্কা পুরোপুরি কাটেনি। তবে শনিবার শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে বৃষ্টির কোনও প্রভাব না পড়ায় কিছুটা আস্বস্ত হওয়াই যায়। যদিও মাঝে কিছুক্ষণের জন্য সতর্ক থাকতে হয়েছিল গ্রাউন্ডসম্যানদের। আকাশে কালো মেঘ দেখেই কভার নিয়ে তৈরি ছিলেন। বৃষ্টি পড়েনি। আজও যদি আকাশ মেঘলা থাকে! আর ভারতকে যদি প্রথমে ব্যাট করতে হয়? পাকিস্তান পেসত্রয়ীকে সামলানোর চ্যালেঞ্জ। বিশেষ করে বলতে হয়, বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদির কথা। তাঁর ফুল লেন্থ ডেলিভারি বেশি বিপদে ফেলেছে। এর জন্য টোটকা দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত রবিবার প্রথমে ব্যাটিং নিয়েছিল ভারত। শাহিন আফ্রিদি শুরু থেকেই বিধ্বংসী। নতুন বলে সুইং করাবেন, এমনটাই প্রত্যাশিত। বেশ কিছু বল বাঁ হাতি পেসারের ন্যাচরাল অ্যাঙ্গল, অর্থাৎ রোহিতের জন্য বাইরের দিকে যাচ্ছিল। একটা ডেলিভারি ভেতরে আনতেই বিপত্তি। ক্লিন বোল্ড। বিশ্ব ক্রিকেটে এ-যুগের সেরা ব্যাটার বিরাট কোহলি আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে শুরু করেছিলেন। শাহিনের সামান্য ইনসুইংয়ে প্লেড-অন। বিশ্বের প্রথম বোলার হিসেবে একই ইনিংসে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আউটের রেকর্ড গড়েন শাহিন আফ্রিদি। বিরাট-রোহিতদের কাছে প্রত্যাবর্তনের ম্যাচ। টিমের কাছেও, তাঁদের কাছেও। দুই ওপেনার শুভমন গিল-রোহিত শর্মা এবং নম্বর থ্রি-বিরাট কোহলির জন্য শাহিনকে সামলানোর বিশেষ টোটকা সঞ্জয় মঞ্জরেকরের।
ভারত-পাক ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলে সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘আসলে ভারত-পাকিস্তান ম্যাচে এখন কৌতুহল থাকে শাহিন আফ্রিদি বনাম ভারতের ১,২,৩। গিল, রোহিত ও বিরাট। গত ম্যাচে ওপেনিং স্পেলে দুটো দিক ছিল। একটা বৃষ্টির আগে, আর একটা বৃষ্টি বিরতির পর। শাহিন শুরু থেকেই চেষ্টা করেছে বল ওপরের দিক পিচ করে ভেতরে আনার। রোহিত ও শুভমন কিন্তু সেই পর্ব দারুণ খেলছিল।’ সঞ্জয় মঞ্জরেকর বলে চলেন, ‘বৃষ্টির পর খেলা শুরু হল। আমার সঙ্গে কমেন্ট্রিতে ছিল ওয়াকার ইউনিস। ও বলছিল, শাহিনের উচিত আর একটু ব্যাক অফ লেন্থ বোলিং করা। হতে পারে, বৃষ্টি বিরতিতে শাহিনের সঙ্গে কেউ কথা বলেছে। শাহিন কিন্তু লেন্থ একটু পিছিয়ে আনে, যেটাকে আমরা গুড লেন্থ বলে থাকি। এটুকু বলা যায়, লেন্থ পরিবর্তন করে পিচ থেকে সুবিধা আদায় করে নিয়েছিল শাহিন।’
শাহিনের এই ডেলিভারির জন্যই বেশি প্রস্তুতি বলে মনে করেন সঞ্জয় মঞ্জরেকর। ওর সুইংয়ের বিরুদ্ধে খুব একটা সমস্যায় দেখায়নি রোহিত-শুভমনকে। এটা ভালো দিক বলেই মনে করেন সঞ্জয়।