Dasun Shanaka: টানা দ্বিতীয় বার খেতাব জয়ের সুযোগ, শ্রীলঙ্কা অধিনায়ক যা বললেন…
Asia Cup 2023, Sri Lanka: এ বারের এশিয়া কাপে মাত্র একটি ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। সুপার ফোর পর্বে ভারতের কাছে সেই হারের আগে টানা ১৩টি ওডিআই জয়ের রেকর্ড গড়েছে তারা। অস্ট্রেলিয়ার (২১) পর দ্বিতীয় দল হিসেবে টানা এতগুলো ম্যাচ জেতার নজির। ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ দাসুন শানাকা। টুর্নামেন্টে এখনও অবধি করেছেন মাত্র ৫৪ রান। তবে বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এবং নেতৃত্বে ভরসা দিয়েছেন।
কলম্বো: প্রতিটা টিমেই পরিবর্তনের পরিস্থিতি চলে। একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার সরে দাঁড়ান। নতুনরা উঠে আসেন। সবটাই হয় সঠিক পরিকল্পনার মাধ্যমে। কেউ জায়গা ছাড়লে তা নিতে প্রস্তুত থাকেন নতুন কেউ। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটে তেমনটা হয়নি। একসঙ্গে তারকা ক্রিকেটারদের অবসরের পর ধুঁকছিল তারা। এ বার ওয়ান ডে বিশ্বকাপেও সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। যোগ্যতা অর্জন পর্ব জিতে বিশ্বকাপে খেলার সুযোগ হয়েছে। গত বারের এশিয়া কাপ থেকেই ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। দাসুন শানাকার নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে গড়া দল এশিয়া কাপ জিতেছিল। টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে। ফাইনালের আগে কী বলছেন শ্রীলঙ্কা অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ বারের এশিয়া কাপে মাত্র একটি ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। ভারতের কাছে সেই হারের আগে টানা ১৩টি ওডিআই জয়ের রেকর্ড গড়েছে তারা। অস্ট্রেলিয়ার (২১) পর দ্বিতীয় দল হিসেবে টানা এতগুলো ম্যাচ জেতার নজির। ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ দাসুন শানাকা। টুর্নামেন্টে এখনও অবধি করেছেন মাত্র ৫৪ রান। তবে বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এবং নেতৃত্বে ভরসা দিয়েছেন। ফাইনালের আগে দাসুন বলছেন, ‘নেতৃত্ব দেওয়ার সময় নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে তুলনায় যাই না। মিডল অর্ডারে একজন ব্যাটার হিসেবে পারফর্ম করার চেয়েও দলের নানা সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে বেশি জরুরি। আমি বলছি না, ব্যাটিং একেবারেই গুরুত্বপূর্ণ নয়। তবে ব্যাটিংয়ে পারফরম্যান্স ভুলে নেতৃত্বে মনসংযোগ করতে চাই।’
ফাইনালের পথে তাদের বাধা এশিয়ার সবচেয়ে সফল দল ভারত। এ বারের টুর্নামেন্টে ভারতও একটি ম্যাচ হেরেছে। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হার। অন্যদিকে, পাকিস্তানকে ভার্চুয়াল সেমিফাইনালে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। অধিনায়ক দাসুন শানাকা আরও বলছেন, ‘আমাকে আরও ধীরস্থির হতে হবে। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারব। নির্বাচকদের প্রতি কৃতজ্ঞ। ওরা আমার ওপর ভরসা রেখেছে। কোচিং স্টাফরা ভরসা দিয়েছেন, আমার মধ্যে থেকে সেরাটা বের করার চেষ্টা করেছেন। ওদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।’