Asian Games 2023: এশিয়ান গেমসে ১৮৮-র জবাবে মাত্র ১৫ রানে অলআউট!

Indonesia vs Mongolia: এ বারের এশিয়ান গেমসে (Asian Games 2023) ক্রিকেট হচ্ছে টি-২০ ফর্ম্যাটে। দিনের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মঙ্গোলিয়া। সেনসুরেন আরিউনতেসেগে ভেবেছিলেন রান তাড়া করে নেবে তাঁর দল। কিন্তু হল উল্টো। মঙ্গোলিয়ার ৭ জন শূন্যে ফেরেন।

Asian Games 2023: এশিয়ান গেমসে ১৮৮-র জবাবে মাত্র ১৫ রানে অলআউট!
এশিয়ান গেমসে ১৮৮-র জবাবে মাত্র ১৫ রানে অলআউট!Image Credit source: @19thAGofficial X
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 7:47 PM

হানঝাউ: চিনের হানঝাউতে আজ, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হল এশিয়ান গেমসের (Asian Games 2023) টিম ইভেন্ট। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের (Cricket) প্রথম ম্যাচেই ঘটল অবাক কাণ্ড। আজ ছিল এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে ২টি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া (Indonesia vs Mongolia)। আর দ্বিতীয় গেমে মুখোমুখি হয়েছিল হংকং, চিন এবং মালয়েশিয়া। এ বারের এশিয়ান গেমসে ক্রিকেট হচ্ছে টি-২০ ফর্ম্যাটে। দিনের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মঙ্গোলিয়া। সেনসুরেন আরিউনতেসেগে ভেবেছিলেন রান তাড়া করে নেবে তাঁর দল। কিন্তু হল উল্টো। মঙ্গোলিয়ার ৭ জন শূন্যে ফেরেন। আর সব মিলিয়ে মাত্র ১৫ রানে অলআউট হয়ে যান সেনসুরেন আরিউনতেসেগেরা। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এই প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে নেমেছে মঙ্গোলিয়ার মহিলা ক্রিকেটাররা। টস জিতে ইন্দোনেশিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান মঙ্গোলিয়ার অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে ইন্দোনেশিয়া। মঙ্গোলিয়ার বোলাররা ইন্দোনেশিয়াকে ৪৯ রান অতিরিক্ত দেয়। যার মধ্যে ৩৮ রান ওয়াইড এবং ১০ আসে নো বল থেকে। জবাবে ১৮৮-র টার্গেট তাড়া করতে নেমে ১৫ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়া। অবাক করার মতো হলেও, মঙ্গোলিয়ার করা ১৫ রানের মধ্যে থেকে ৫ রান আসে ইন্দোনেশিয়ার দেওয়া অতিরিক্ত থেকে।

মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৪টি উইকেট নেন আন্দিয়ানি। তার মধ্যে এক ওভারে তিনি নেন ৩ উইকেট। মঙ্গোলিয়ার হয়ে সর্বাধিক রান করেন ওপেনার বাতজারগার ইছিনখোরলো (৫)। ১০ ওভারেই শেষ হয়ে যায় মঙ্গোলিয়ার ইনিংস। অবশ্য টি-২০ ক্রিকেটে এটি সর্বনিম্ন রান নয়। স্পেনের সঙ্গে আইল অফ ম্যানের এক টি-২০ ম্যাচে আইল অফ অলআউট হয় ১০ রানে। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে নেপালের মেয়েরা ৮ রানে অল আউট হয়েছিল।

দিনের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মেয়েরা ২২ রানে হারায় হংকংয়ের মেয়েদের। এই ম্যাচে টস জিতে হংকং প্রথমে ব্যাটিংয়ে পাঠায় মালয়েশিয়াকে। শুরুতে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে মালয়েশিয়া। ১০৫-এর টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৮২ রানে তুলে অলআউট হয় হংকং।