Asian Games 2023: ব্যাট নেই, সেকেন্ড হ্যান্ড কিট দিয়েই স্বপ্নপূরণে বুঁদ মঙ্গোলিয়ার মেয়েরা

Mongolia Women's Cricket Team: হানঝাউতে চলা এশিয়ান গেমসের (Asian Games 2023) ক্রিকেটে প্রথম বার খেলছে মঙ্গোলিয়া। এশিয়াডের টিম ইভেন্টের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ১৫ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়া। তাতেও কোনও হতাশা নেই মঙ্গোলিয়ার কোচ ডেভিড তালালার।

Asian Games 2023: ব্যাট নেই, সেকেন্ড হ্যান্ড কিট দিয়েই স্বপ্নপূরণে বুঁদ মঙ্গোলিয়ার মেয়েরা
ব্যাট নেই, সেকেন্ড হ্যান্ড কিট দিয়েই স্বপ্নপূরণে বুঁদ মঙ্গোলিয়ার মেয়েরা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 12:02 AM

হানঝাউ: নেই ক্রিকেট কিট। তা হলে খেলা হবে কী করে? কপালে থাকলে ক্রিকেট কিট ধার করেও ২২ গজে নেমে পড়া যায়। দেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন সকল ক্রিকেটারই দেখেন। কিন্তু ক্রিকেট কিটই যদি না থাকে? তা হলে সেই স্বপ্নপূরণ হওয়ার পথে বাধা আসে। কিন্তু কারও ভাগ্য হয় আবার মঙ্গোলিয়ার (Mongolia) ক্রিকেটারদের মতো। হঠাৎ করে দেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্নপূরণের সুযোগ এলে অনেক ক্রিকেটারই হকচকিয়ে যান। এই প্রথম বার আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন মঙ্গোলিয়ার মহিলা ক্রিকেটাররা। তাঁদের যে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই, তা টের পাওয়া গিয়েছে এ বারের এশিয়াডে মেয়েদের ক্রিকেটের প্রথম ম্যাচেই। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) মেয়েদের ক্রিকেটের প্রথম ম্যাচে মাত্র ১৫ রানে অলআউট হয় মঙ্গোলিয়া। যে দলটার ক্রিকেটারদের গড় বয়স ১৯ বছর, খুব একটা ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই, তাঁদের থেকে কী বা আশা করা যেতে পারে! TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন মঙ্গোলিয়া মহিলা ক্রিকেট টিমের লড়াইয়ের গল্প।

ইন্দোনেশিয়ার কাছে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে মাত্র ১৫ রানে অলআউট হয়ে যায় মঙ্গোলিয়ার ক্রিকেটাররা। তারপরও অবশ্য হতাশ নন মঙ্গোলিয়ার কোচ ডেভিড তালালা। বরং তিনি জানিয়েছেন এই টিমের নেপথ্যে রয়েছে কোন গল্প। আসলে মঙ্গোলিয়ার ক্রিকেটারদের দুই বছরের বেশি খেলার অভিজ্ঞতা নেই। দলের সকলের গড় বয়স মাত্র ১৯ বছর। তার মধ্যে অর্ধেকের বেশি ক্রিকেটার দেশের বাইরে কখনো পা অবধি রাখেননি। তার থেকেও বড় চমক হল, মঙ্গোলিয়ার ক্রিকেটাররা ঘাসের উইকেটে এই প্রথম কোনও ম্যাচ খেলল।

শুধু অভিজ্ঞতাই নয়, আর্থিক দিক থেকেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই মঙ্গোলিয়া ক্রিকেট। অস্ট্রেলিয়া থেকে সেকেন্ড-হ্যান্ড কিট কিনে ক্রিকেটারদের দেওয়া হয়েছে। এবং মঙ্গোলিয়ার ক্রিকেটারদের চারটি ব্যাট ফরাসি অ্যাম্বাসাডরের স্ত্রী-এর উপহার দেওয়া। মঙ্গোলিয়ার ক্রিকেটারদের এই খেলার প্রতি ইচ্ছে, তাগিদ দেখে কোচ ডেভিড তালালা বিনা পারিশ্রমিকে কোচিং করাচ্ছেন।

তিনি বলেন, ‘আমি জানি আমরা মাত্র ১৫ রান করেছি। তবে আমাদের কোনও ক্রিকেটারই দুই বছরের বেশি খেলেনি। আর আমরা জানি কী ধরনের টেকনিক্যাল খেলা এটি। আমাদের স্কোয়াডে মাত্র ১২ জন রয়েছে। মাত্র এই টুকুই সামর্থ্য ছিল আমাদের। মঙ্গোলিয়ায় ক্রিকেট কেইবা ভেবেছিল? এমনকি আমি নিজেও বিশ্বাস করিনি। হাই পারফরম্যান্স কোচ হিসেবে মাত্র পাঁচ সপ্তাহের জন্য আমি এখানে কাজ করছি। কিন্তু ছ’মাস আগে আমি নিজেও জানতাম যে মঙ্গোলিয়ায় ক্রিকেট খেলা হয়। আমি মনে করি, শুধু আমিই নই, তাই অনেকেই তা জানে না।’