SA vs AUS, Semi-Final: হাইভোল্টেজ সেমিফাইনাল, অনুশীলনে মাত্র ১ জন!
South Africa vs Australia ICC world Cup 2023: অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্ব যাঁদের নিয়মানুবর্তিতা দেখে শেখে। হাইভোল্টেজ সেমিফাইনালের আগে ইডেনের চৌহদ্দিতে এলেনই না ওয়ার্নার-স্মিথরা। ঠিক কী হল অস্ট্রেলিয়ার অনুশীলনে? দক্ষিণ আফ্রিকা অনুশীলন শেষ হয়, যখন কলকাতার আকাশে সূর্য জ্বলজ্বল করছে। তারপরে দীর্ঘ বিরতি। সাংবাদিকরা অপেক্ষায় অজিদের অনুশীলন দেখার। সন্ধে ৬টা বাজতেই ঘড়ির কাঁটায় নজর। কাঁটা এগোয়, অস্ট্রেলিয়ারে দেখা নেই।
রক্তিম ঘোষ
কলকাতা: অধিনায়ক প্যাট কামিন্স সকালেই সাংবাদিক সম্মেলন করে গিয়েছিলেন। কথা ছিল সন্ধে ৬টা থেকে অনুশীলন করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চলবে রাত ৯টা পর্যন্ত। বাস্তবে অনুশীলন শুরু হল সন্ধে ৬.৩০টা নাগাদ। অনুশীলন গুটিয়ে গেল সাড়ে ৭টাতে! মাত্র ১ঘন্টার প্রস্তুতি। এটা সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার অনুশীলনের ছবি। আর ক’জন এলেন অনুশীলনে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্ব যাঁদের নিয়মানুবর্তিতা দেখে শেখে। হাইভোল্টেজ সেমিফাইনালের আগে ইডেনের চৌহদ্দিতে এলেনই না ওয়ার্নার-স্মিথরা। ঠিক কী হল অস্ট্রেলিয়ার অনুশীলনে? দক্ষিণ আফ্রিকা অনুশীলন শেষ হয়, যখন কলকাতার আকাশে সূর্য জ্বলজ্বল করছে। তারপরে দীর্ঘ বিরতি। সাংবাদিকরা অপেক্ষায় অজিদের অনুশীলন দেখার। সন্ধে ৬টা বাজতেই ঘড়ির কাঁটায় নজর। কাঁটা এগোয়, অস্ট্রেলিয়ারে দেখা নেই।
অবশেষে ইডেনে এল সেই মুহূর্ত। হুটার বাজিয়ে টিম বাস ঢুকল ৬.২০ নাগাদ। মাঠে ঢুকল যখন অস্ট্রেলিয়া দল, তখন চক্ষু চড়কগাছ পরিস্থিতি। মাত্র একজন ক্রিকেটার এলেন অনুশীলনে। সঙ্গে বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ। ক্রিকেটারের নাম ট্রাভিস হেড। নেটে এই বাঁ হাতি ওপেনারকে ব্যাটিং অনুশীলন করালেন অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ ভেত্তোরি। প্রোটিয়া দলের বাঁ হাতি স্পিনার কেশব মহারাজের জন্যই কি এই প্রস্তুতি?
স্পিনের বিরুদ্ধে অনুশীলনের পর শুরু থ্রোডাউন। ঠিক সাড়ে ৭টায় শেষ হল অস্ট্রেলিয়ার অনুশীলন। আটটার মধ্যে খুলে গেল অস্ট্রেলিয়ার জন্য তৈরি নেট। আসলে এটাই এখন নিয়মনাস্তি নাকি! হাইভোল্টেজ ম্যাচের আগে দলকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে, চাঙ্গা রাখতে এই পথেই হাঁটছে ক্রিকেটের হেভিওয়েটরা। সূত্রের খবর, এ দিন হোটেলে বিশ্রাম নিয়েই কাটালেন ওয়ার্নাররা। ঘরে বসে দেখলেন ভারত-নিউজিল্যান্ড ম্যাচ।
তরতাজা অবস্থায় অস্ট্রেলিয়া লক্ষ্মীবারের ইডেনে কি বজায় রাখতে পারবে তাঁদের ক্রিকেট ঐতিহ্য? পাঁচ বারের চ্যাম্পিয়নরা আবার জ্বলে উঠবে সেই ইডেনে? ৩৬ বছর আগে যেখানে তারা হয়েছিল প্রথম বার বিশ্বসেরা! রাত পোহানোর তো অপেক্ষা!