দুবাই: একেই বলে খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়া। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশকে (Bangladesh) উড়িয়ে দিয়ে এক ঢিলে দুই পাখি শিকার অস্ট্রেলিয়ার (Australia)। প্রথমত, বাংলাদেশের কাছে টি-২০ সিরিজে হারের বদলা। দ্বিতীয়ত, বড় ব্যবধানে ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) সরিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে আসা। মাঠে নামার আগেই অঙ্কটা পরিষ্কার ছিল অজিদের। দ্বিতীয় স্থানে উঠে আসতে বড় ব্যবধানে ম্যাচ জিততে হবে। মাঠে নেমে প্রতি ধাপে ফিঞ্চের দল প্রমাণ করল, তারা কি চাইছে সেটা পরিষ্কার। টস জিতে দুর্বল বাংলাদশকে ব্যাট করতে পাঠালেন ফিঞ্চ। মাত্র ১৫ ওভারে বাংলাদেশ শেষ মাত্র ৭৩ রানে। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিলেন অ্যাডাম জাম্পা। ২টি করে উইকেট নিলেন স্টার্ক ও হ্যাজেলউড। একটি উইকেট ম্যাক্সওয়েলের। জবাবে ব্যাট করতে নেমে সপ্তম ওভারে ম্যাচ জয়। ৫৮ রানের ওপেনিং পার্টনারশিপ। ফিঞ্চ করলেন ৪০। ওয়ার্নার ১৮। ৫ বলে ১৮ রান মিচেল মার্শের। আট উইকেটে ম্যাচ জিতে ২ পয়েন্ট সঙ্গে রান রেটের অঙ্কে দক্ষিণ আফ্রিকাকে অনেকটা পেছনে ফেলে দেওয়া। দুটো কাজই করে ফেলল ফিঞ্চের দল। ম্যাচের সেরা অ্যাডাম জাম্পা (Adam Zampa)। টি-২০ ক্রিকেটে জাম্পার প্রথম ৫ উইকেট।
Australia are one step closer to the semis ?#T20WorldCup | #AUSvBAN | https://t.co/apDTWI2E8S pic.twitter.com/IDFScSBv07
— T20 World Cup (@T20WorldCup) November 4, 2021
৪ ম্যাচে ৪টি জিতে এই গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। তিনটি করে ম্যাচে জিতে ৬ পয়েন্টে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থান নির্ধারণের ক্ষেত্রে আসরে আসবে রানরেট। মজার বিষয়, ইংল্যান্ড টানা চারটি ম্যাচ জিতলেও সেমিফাইনালে নিশ্চিত একথা বলা যাবে না। শেষ ম্যাচে শনিবার তাদের সামনে দক্ষিণ আফ্রিকা। তারাও ছেড়ে কথা বলবে না। অন্য দিকে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড হারলে ও অস্ট্রেলিয়া জিতেলে তিনটি দল শেষ করতে পারে আট পয়েন্টে। তাই রানরেটই ঠিক হতে পারে গ্রুপ অব ডেথের ভবিষ্যত্।
ম্যাচ শেষে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলছেন, ”প্রথম ওভারে স্টার্ক ও দ্বিতীয় ওভারে হ্যাজেলউড উইকেট নিয়ে লক্ষ্যটা স্থির করে দেয়। টি-২০ ক্রিকেটে বেশি প্ল্যান করা যায় না। তাই যখন আমরা দেখতে পেলাম সুযোগ আছে তখনই ঝাঁপিয়ে পড়েছিলাম ম্যাচটা তাড়াতাড়ি শেষ করার জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও এই ছন্দ ধরে রাখতে হবে। যা পরিস্থিতি তাতে নিজেদের কাজটা করে রাখতে হবে।” অন্য দিকে ম্যাচের সেরা অ্যাডাম জাম্পা মজে টি-২০ ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট নিয়ে। তবে তাঁর আক্ষেপ থেকে যাচ্ছে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট হওয়ায়।
এ দিকে শূন্য হাতে দেশে ফেরার বিমান ধরতে হচ্ছে বাংলাদেশকে। মূল পর্বে একটাও ম্যাচে জয় নেই। এত খারাপ পারফরম্যান্স তাদের থেকে কেউই আশা করেননি। দল নিয়ে কিছু বলায় জায়গাতেই নেই টাইগার অধিনায়ক মাহমদুল্লাহ। ”এমন পারফরম্যান্সের পর বলার মতো কিছু থাকে না। অনেক কিছু শোধরাতে হবে আমাদের। টুর্নামেন্টের অন্যতম সেরা উইকেটে খেললাম আমরা। কিন্তু ব্যাটিংয়ের দিকে তাকাতে হবে আমাদের। সমর্থকদের বলছি কঠিন সময়ে পাশে থাকুন।”
আরও পড়ুন : West Indies vs Sri Lanka Live Score, T20 World Cup 2021: টসে জিতে শানাকাদের ব্যাটিং করতে পাঠালেন পোলার্ড