West Indies vs Sri Lanka Match Highlights, T20 World Cup 2021: ক্যারিবিয়ানদের সেমির পথে বড় ধাক্কা দিল শ্রীলঙ্কা

| Edited By: | Updated on: Nov 04, 2021 | 11:27 PM

West Indies vs Sri Lanka Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও শ্রীলঙ্কা (Sri Lanka) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

West Indies vs Sri Lanka Match Highlights, T20 World Cup 2021: ক্যারিবিয়ানদের সেমির পথে বড় ধাক্কা দিল শ্রীলঙ্কা
ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা

আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ (Super 12) আজ, বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)। টসে জিতে শুরুতে লঙ্কানদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ক্যারিবিয়ান ক্যাপ্টেন পোলার্ড। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৯ রানে থেমেছিল শ্রীলঙ্কা। দুরন্ত ব্যাটিং করেন পথুম নিশঙ্কা ও চরিথ আসালঙ্কা। ক্যারিবিয়ানদের ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল ১৯০ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৯ রানে থেমে গেল ক্যারিবিয়ানরা। ২০ রানে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা। আজকের ম্যাচ লঙ্কানদের কাছে ছিল শুধুমাত্র নিয়মরক্ষার। এভাবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জ্বলে উঠবে লঙ্কানরা সেকথা ভাবেননি কেউই। আর হল সেটাই। নিজেরা বিশ্বকাপ অভিযান শেষ করলেও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে যাওয়াতে বড়সড় ধাক্কা দিলেন শানাকারা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 04 Nov 2021 11:20 PM (IST)

    ২০ রানে জয়ী শ্রীলঙ্কা

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৯ রানে থেমে গেল ক্যারিবিয়ানরা। ২০ রানে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা

  • 04 Nov 2021 10:50 PM (IST)

    ১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১১০/৬

    খেলা বাকি ৫ ওভারের। ম্যাচ জিততে ক্যারিবিয়ানদের প্রয়োজন ৩০ বলে ৮০ রান।

  • 04 Nov 2021 10:21 PM (IST)

    ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭২/৩

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে ক্যারিবিয়ানরা। হাফসেঞ্চুরির সামনে নিকোলাস পুরান।  তিনি ব্যাট করছেন ৪৪ রানে। শিমরন হেটমায়ার রয়েছেন ৭ রানে

  • 04 Nov 2021 09:54 PM (IST)

    ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪৩/২

    ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। ২ উইকেট হারিয়ে পোলার্ডের দল তুলেছে ৪৩ রান। চেস ব্যাট করছেন ৫ রানে, পুরান রয়েছেন ২৮ রানে।

  • 04 Nov 2021 09:42 PM (IST)

    ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৯/২

    প্রথম ওভারে ক্রিস গেইলকে ফেরান বিনুরা ফের্নান্ডো। দ্বিতীয় ওভারে এভিন লুইসের উইকেট তুলে নেন বিনুরা। তিন ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে গেল ক্যারিবিয়ানরা। ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১৯।

  • 04 Nov 2021 09:29 PM (IST)

    রান তাড়া করতে নামল ওয়েস্ট ইন্ডিজ

    ওপেনিংয়ে নামলেন ক্রিস গেইল ও এভিন লুইস।

  • 04 Nov 2021 09:20 PM (IST)

    শ্রীলঙ্কার ইনিংস শেষ হল ১৮৯ রানে

    প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৯ রানে থামল শ্রীলঙ্কা। ক্যারিবিয়ানদের ম্যাচ জিততে চাই ১২০ বলে ১৯০ রান।

  • 04 Nov 2021 09:14 PM (IST)

    খেলা বাকি ১ ওভারের

    ১৯ ওভারের খেলা শেষ। এখনও পর্যন্ত ৩ উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছে ১৮০ রান। শেষ ওভারে কত রান তুলতে পারেন সেদিকেই নজর রাখতে হবে।

  • 04 Nov 2021 08:49 PM (IST)

    ১৫ ওভারে শ্রীলঙ্কা ১৩২/১

    খেলা বাকি ৫ ওভারের। আসালঙ্কা ব্যাট করছেন ৪৭ রানে। নিশঙ্কা রয়েছেন ৫১ রানে।

  • 04 Nov 2021 08:22 PM (IST)

    ১০ ওভারে শ্রীলঙ্কা ৮২/১

    ১০ ওভারের খেলা হয়ে গিয়েছে। ১ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে শ্রীলঙ্কা।

  • 04 Nov 2021 08:00 PM (IST)

    শ্রীলঙ্কা ৪৮/১ (৬)

    পাওয়াপ প্লে শেষে এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ৪৮

  • 04 Nov 2021 07:36 PM (IST)

    শ্রীলঙ্কা ৫/০ (১)

    প্রথম ওভার শেষে শ্রীলঙ্কার রান ৫

  • 04 Nov 2021 07:20 PM (IST)

    লঙ্কানদের প্রথম একাদশ

    শ্রীলঙ্কার প্রথম একাদশ: কুশল পেরেরা (উইকেটকিপার), পাথুম নিসঙ্কা, চরিথ আসালঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ভানিন্দু হাসারঙ্গা, দুশমন্ত চামিরা, বিনুরা ফের্নান্ডো, মাহিশ থিক্সানা।

  • 04 Nov 2021 07:18 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

    ক্যারিবিয়ানদের প্রথম একাদশ: এভিন লুইস, ক্রিস গেইল, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, আকেল হোসেইন, রবি রামপাল।

  • 04 Nov 2021 07:10 PM (IST)

    টস আপডেট

    টস জিতল ওয়েস্ট ইন্ডিজ

    টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠালেন কায়রন পোলার্ড

  • 04 Nov 2021 06:32 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে ৫ বারই জিতেছে শ্রীলঙ্কা। আর ২ বার ওয়েস্ট ইন্ডিজ।

  • 04 Nov 2021 06:21 PM (IST)

    কিছুক্ষণের মধ্যে আবু ধাবিতে ক্যারিবিয়ান-লঙ্কানদের লড়াই

    আজ আবু ধাবিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ক্যারিবিয়ানদের। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততে হবে পোলার্ডদের।

Published On - Nov 04,2021 6:21 PM

Follow Us: