AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup: স্বস্তির জয়, বোলারদের প্রশংসায় ক্যাপ্টেন কামিন্স

AUS vs SL: ICC World Cup 2023: লখনউয়ের একানা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের শেষে দলের বোলারদের প্রশংসায় ভরালেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। ৫ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে হারের হ্যাটট্রিক শ্রীলঙ্কার। একে নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা চোটে ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। তার মধ্যে হারের হ্যাটট্রিকের ক্ষত। বেশ চাপে লঙ্কানরা।

ICC World Cup: স্বস্তির জয়, বোলারদের প্রশংসায় ক্যাপ্টেন কামিন্স
ICC World Cup: স্বস্তির জয়, বোলারদের প্রশংসায় ক্যাপ্টেন কামিন্সImage Credit: AFP
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 12:02 AM
Share

লখনউ: ভারতের মাটিতে চলতি বিশ্বকাপে (ICC World Cup) প্রথম জয় অজিদের। প্রথম পয়েন্ট পেলেন প্যাট কামিন্স-মিচেল মার্শরা। অবশেষে লখনউয়ের বিশেষ ট্যাগলাইন ‘মুসকুরায়ে আপ লখনউ মে হ্যায়…’ মিলে গেল অজি শিবিরে। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বেশ চাপে ছিল অজিরা। অবশেষে ঘুরে দাঁড়ালেন অ্যাডাম জাম্পা-মিচেল স্টার্করা। টস জিতে প্রথমে ব্যাট করে ২০৯ রানেই অলআউট শ্রীলঙ্কা। দুই লঙ্কান ওপেনার শুরুটা ভালো করলেও অজি স্পিনার জাম্পার দাপটে লঙ্কার ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। ম্যাচের শেষে যার ফলে স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার (Australia) অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) মুখে দলের বোলারদের প্রশংসা শোনা গেল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের মাটিতে টিমের স্পিনার সফল না হলে সাফল্য ধরা দেবে না। বিশ্বকাপে জোড়া ম্যাচ হেরে চাপে ছিল অস্ট্রেলিয়া। পারফরম্যান্সে হতাশ করছিলেন অজি টিমের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। শ্রীলঙ্কার বিরুদ্ধে অজি লেগ স্পিনার জাম্পা নিলেন ৪ উইকেট। জিতল অস্ট্রেলিয়াও। তিনি পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কারও।

ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অজি অধিনায়ক কামিন্স বলেন, ‘আজ খুশি। পরপর দুই ম্যাচে হারের পর এই জয় এল। মাঠে দলের সবার যে এনার্জি ছিল সেটা অসাধারণ। সকলে দারুণ পারফর্ম করেছে। আমরা শুরুটা ভালো করতে পারিনি। কিন্তু পরের দিকে বোলিং ভালো করেছি। ১৩০ রানে ওদের ১ উইকেট (আসলে ১২৫ রানের মাথায় ১ উইকেট হারায় শ্রীলঙ্কা) পড়ে। শ্রীলঙ্কা ভালোই এগোচ্ছিল। এরপরই আমরা ঘুরে দাঁড়াই। বোলাররা দারুণ পারফর্ম করেছে। প্রয়োজনের সময় ওরা জ্বলে উঠেছিল। একটা সময় মনে হয়েছিল ৩০০ রান উঠে যাবে। কিন্তু তা না হওয়ার কৃতিত্ব বোলারদেরই দেব। এই জয়টা ধরে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’

উল্লেখ্য, প্রথমে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয় লঙ্কানরা। রান তাড়া করতে নেমে ৩৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে অজিরা। ফলে ৫ উইকেটে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।