Pat Cummins: বিশ্বকাপের আগে বিরাট চিন্তা অজি শিবিরে, প্যাট কামিন্সের গুরুতর চোট!

IND vs AUS: ২২-২৭ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিরুদ্ধে ৩টি ওডিআই ম্যাচে খেলার কথা অস্ট্রেলিয়ার।

Pat Cummins: বিশ্বকাপের আগে বিরাট চিন্তা অজি শিবিরে, প্যাট কামিন্সের গুরুতর চোট!
Pat Cummins: বিশ্বকাপের আগে বিরাট চিন্তা অজি শিবিরে, প্যাট কামিন্সের গুরুতর চোট!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 4:50 PM

নয়াদিল্লি: ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) আগে অজি শিবিরে চিন্তা বাড়ালেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। এ বারের ৫০ ওভারের বিশ্বকাপের ঠিক আগেই ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে খেলার কথা অস্ট্রেলিয়ার। সেই সিরিজে হয়তো দেখা যাবে না অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চোটের কারণে কামিন্সকে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে পাবে না অজিরা। এই সিরিজ ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের কাছেই ওডিআই বিশ্বকাপের প্র্যাক্টিস ম্যাচের মতো। সেখানে অধিনায়কের না থাকাটা বেশ চিন্তার কারণ হয়ে উঠতে পারে অজিদের জন্য। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দিন কয়েক আগে অ্যাসেজ শেষ হয়েছে। ২-২ ড্র দিয়ে সিরিজ শেষ হয়েছে। জানা গিয়েছে, ঐতিহ্যের অ্যাসেজের পঞ্চম টেস্টে ভাঙা কব্জি নিয়েই খেলেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কামিন্সের কব্জির চোটের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। সিডনি মর্নিং হেরাল্ডের সূত্রের খবর, সম্ভবত প্যাট কামিন্সের কব্জির হাঁড় ভেঙেছে। যদিও এই খবরে এখনও সিলমোহর পড়েনি। তবে গত সপ্তাহে ওভালে অ্যাসেজের শেষ টেস্টের প্রথম দিন কব্জিতে চোট পেয়েছিলেন কামিন্স। বল করতে তাঁকে খুব একটা সমস্যায় পড়তে না দেখা গেলেও, ব্যাটিংয়ের সময় তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, তিনি কতটা যন্ত্রণা অনুভব করছেন।

ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালসহ গত দুই মাসে ৬টি টেস্টে খেলার পর কামিন্সের বিশ্রামে থাকার কথা ছিল। জানা গিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী সপ্তাহে অজিদের পরবর্তী সাদা বলের সফরের জন্য দল ঘোষণা করবে। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজের পর ৫ ম্যাচের ওডিআই সিরিজে খেলবেন অজিরা। এরপর রয়েছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। তারপর ওডিআই বিশ্বকাপ। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অজি দলকে নেতৃত্ব দিতে পারেন মিচেল মার্শ। বিশ্বকাপের জন্য কামিন্সকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া। সূত্রের খবর, তাই তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছে অজি ক্রিকেট বোর্ড।