Paksitan vs Australia:২৪ বছর পর পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া

এর আগে শেষবার ১৯৯৮ সালের সফরে মার্ক টেলরের অস্ট্রেলিয়া (Australia) পাকিস্তান (Pakistan) সফরে গিয়েছিল। সেবার টেস্ট সিরিজ জিতে ফিরেছিল অজিরা।

Paksitan vs Australia:২৪ বছর পর পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর আবার দেখা হবে দুই দেশের। সৌ: টুইটার

| Edited By: sushovan mukherjee

Nov 09, 2021 | 9:35 AM

লাহোর: চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দুরন্ত ছন্দে পাকিস্তান (Pakistan)। কিন্তু পাক ক্রিকেটের অন্দরমহল নিয়ে প্রশ্নের শেষ নেই। কারণ বিশ্বকাপের কিছুদিন আগেই নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। কিউয়িদের সফর বতিলের পর ইংল্যান্ডও সেই পথে হেঁটে একই সিদ্ধান্ত নিয়েছে। আর তাতেই ব্যাকফুটে ছিল পাকিস্তান ক্রিকেট। গোটা ক্রিকেট বিশ্বের কাছে মুখ পুড়েছে তাদের। পাকিস্তানে ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর জঙ্গি হামলার পর থেকে কার্যত ব্ল্যাক লিস্টে ছিল বাবর আজমের দেশ। দীর্ঘ সময় সে দেশে কোনও দল খেলতে যায়নি। দুবাইয়ে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে খেলতেন শোয়েব মালিকরা। ২০১৫ সালে জিম্বাবোয়ে প্রথম পাকিস্তান সফরে যায়। সেই কালো দিন কাটিয়ে আবার ছন্দে ফিরছিল পাক ক্রিকেট। একে একে বিদেশি দলগুলি সিরিজ খেলতে রামিজ রাজাদের দেশে যাওয়া শুরুও করল। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াল নিউজিল্যান্ডের সরে দাঁড়ানো। তবে এ বার একটা ভালো খবর পাক ক্রিকেটের জন্য। ২৪ বছর পর আবার পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া (Australia)। জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এটা পিসিবির (PCB) বর্তমান চেয়ারম্যান রামিজ রাজার (Ramiz Raza) জয় বলেই মনে করছে ক্রিকেট মহল। রামিজ জানিয়েছেন, “অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট দল। আর তারা আমাদের দেশে ২৪ বছর পর খেলতে আসছে। দেশের ক্রিকেট ভক্তদের কাছে এটা উৎসবের মতই।”

 

 

পাকিস্তান বোর্ডের প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে, আগামী বছর মার্চ মাসে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া। প্রথমে তিন টেস্টের সিরিজ। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট ৩ থেকে ৭ মার্চ করাচিতে। দ্বিতীয় টেস্ট ১২ থেকে ১৬ মার্চ রাওয়ালপিন্ডিতে এবং তৃতীয় টেস্ট ২১- থেকে ২৫ মার্চ লাহোরে। ২৯ মার্চ থেকে চারটি সাদা বলের ম্যাচ। সব ক’টি খেলাই হবে লাহোরে। ৫ এপ্রিল শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। এর আগে ১৯৯৮ সালের সফরে মার্ক টেলরের অস্ট্রেলিয়া পাকিস্তান থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল।

বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, “পাকিস্তান বোর্ডকে ধন্যবাদ এই সফরের পরিকল্পনা করার জন্য। আগামী দিনে এই সফরের সব দিক নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলবে। কোভিড বিধি, নিরাপত্তা, যাতায়াত সহ সব বিষয়ের পরিকল্পনা চূড়ান্ত করা হবে।” নিরাপত্তার কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান ছাড়া বা ইংল্যান্ডের পাক সফরে না যাওয়া নিয়ে প্রশ্ন কার হলে অজি বোর্ডের প্রধান নিক হকলে জানিয়েছেন, “ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দলের সদস্যদের নিরাপত্তা আমাদের কাছে প্রধান বিষয়। তাই পাক বোর্ডের সঙ্গে যেমন যোগাযোগ রাখা হবে তেমনই বিভিন্ন এজেন্সির সঙ্গেও কথা চলছে আমাদের।”

 

আরও পড়ুন : Hardik Pandya: চোট নিয়ম মানা হয়নি, হার্দিকে চটেছে বোর্ড