AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: চোট নিয়ম মানা হয়নি, হার্দিকে চটেছে বোর্ড

T20 World Cup 2021: বিশ্বকাপের টিম নির্বাচন নিয়ে শুরু থেকে তীব্র সমালোচনা ছিল। পুরোপুরি চোট মুক্ত না হওয়া সত্ত্বেও ভারতীয় টিমে কি করে সুযোগ পেলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), তা নিয়ে প্রশ্ন উঠেছে। বোর্ড তা সত্ত্বেও হার্দিকে আস্থা রেখে এগিয়েছিল। সেই হার্দিককে নিয়ে এ বার কঠোর মনোভাব তুলে ধরল বোর্ড।

Hardik Pandya: চোট নিয়ম মানা হয়নি, হার্দিকে চটেছে বোর্ড
Hardik Pandya: চোট নিয়ম মানা হয়নি, হার্দিকে চটেছে বোর্ড (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 4:31 PM
Share

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের বিপর্যয়ের ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ল বিসিসিআই (BCCI)। বিশ্বকাপের টিম নির্বাচন নিয়ে শুরু থেকে তীব্র সমালোচনা ছিল। পুরোপুরি চোট মুক্ত না হওয়া সত্ত্বেও ভারতীয় টিমে কি করে সুযোগ পেলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), তা নিয়ে প্রশ্ন উঠেছে। বোর্ড তা সত্ত্বেও হার্দিকে আস্থা রেখে এগিয়েছিল। সেই হার্দিককে নিয়ে এ বার কঠোর মনোভাব তুলে ধরল বোর্ড। এতটাই যে, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের টিম থেকে বাদ পড়তে পারেন তিনি।

পিঠের চোটের কারণে হার্দিক আইপিএলের দ্বিতীয় দফায় বলই করতে পারেননি। এ নিয়ে তীব্র আলোচনা চললেও নির্বাচকরা স্পষ্ট জানিয়েছিলেন, হার্দিকের উপরেই আস্থা রাখা হবে। পাকিস্তান ম্য়াচে বোলিং করেননি তিনি। কিন্তু নিউজিল্যান্ড ম্যাচে বোলার হার্দিককে দেখা গেলেও ছন্দে ছিলেন না। পিঠের চোটের কারণে যিনি দীর্ঘদিন বোলিং করতে পারেননি, তিনি কী করে এত দ্রুত চোট সারিয়ে বোলিং শুরু করে দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। এর এতেই যত আপত্তি বোর্ডের। বিসিসিআইয়ের তরফে হার্দিকের চোট নিয়ে বিস্তারিত রিপোর্ট দিয়ে বলা হয়েছে। পাশাপাশি এও জানতে চাওয়া হয়েছে, যদি চোটই থাকবে, আইপিএলের পর তা হলে জাতীয় অ্যাকাডেমিতে না পাঠিয়ে বিশ্বকাপ টিমে ঢুকে পড়লেন হার্দিক? আর এতেই স্পষ্ট, বোর্ড বনাম নির্বাচক মণ্ডলী লেগে গিয়েছে!

বোর্ডের এক শীর্ষ কর্তা বলেও দিচ্ছেন, ‘হার্দিককের ব্যাপারে নির্বাচক মণ্ডলী ও টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চাওয়া হয়েছে। ওর চোট নিয়ে রিপোর্ট জমা করতে বলা হয়েছে।’

যে কোনও চোট পাওয়া ক্রিকেটারের ক্ষেত্রে একটা স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের। সেই সঙ্গে রাজ্য দলগুলোকেও। তাতে বলা হয়েছে, খেলতে গিয়ে কোনও ক্রিকেটার চোট পেলে, তাঁকে রিহ্যাবের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠাতে হবে। তিনি যে ফিট, এনসিএ তা নিয়ে রিপোর্ট দিলে তবেই আবার মূল টিমে ফিরতে পারবেন। হার্দিকের ক্ষেত্রে তা মানা হয়নি। আইপিএলে মুম্বইয়ের হয়ে বল করেননি চোটের কারণে। তা সত্ত্বেও ব্যাটসম্যান হিসেবে খেলানো হয়েছিল তাঁকে। কিন্তু একটা বোলার কম হয়ে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল ভারতীয় টিম। পরের দিকে তাঁকে বল হাতে দেখা গেলেও ছন্দে ছিলেন না।

বোর্ডের ওই কর্তা বলছেন, ‘বিশ্বকাপের টিমে যে সব ক্রিকেটার সুযোগ পেয়েছিল, তাদের উপর বোর্ডের নির্দেশ দেওয়া ছিল। কেউ চোট পেলে তাঁকে এনসিএ-তে পাঠাতে হবে। কিন্তু হার্দিকের ক্ষেত্রে সেই নির্দেশ পালন করা হয়নি। হার্দিককে আমিরশাহিতে ভারতীয় টিমের সঙ্গে পাঠানোর বদলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো উচিত ছিল।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের পরই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় টিম। তার আগে হার্দিককে পুরো ফিট দেখতে চায় বিসিসিআই। আর তাই আপাতত তাঁকে এনসিএ-তে পাঠানোর সিদ্ধান্ত এক প্রকার নিয়েই ফেলেছে বোর্ড। যার অর্থ হল, কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে তাঁকে ভারতীয় টিমে দেখা যাবে না।