AUS vs ENG ICC WC Match Preview: রাস্তা আলাদা; ‘অ্যাসেজ’ জিতে সম্মান পুনরুদ্ধারই লক্ষ্য ইংল্যান্ডের
Australia vs England ICC world Cup 2023: ইংল্যান্ডের কাছে হারানোর কিছু নেই। সে কারণেই যেন আরও ভয়ঙ্কর তারা। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতা কারও অজানা নয়। বিশ্বকাপেও যেন অ্যাসেজের উত্তাপ। দু-দলই জয়ের লক্ষ্যে নামবে। রাস্তা যদিও অন্য। অস্ট্রেলিয়া জিতলে সেমিফাইনালের দৌড়ে থাকবে। ইংল্যান্ড নিজেরা সেমিফাইনালে যেতে না পারলেও অস্ট্রেলিয়ার রাস্তা কঠিন করতে পারে। ইংল্যান্ডের ফর্ম যদিও সেই আশা দেখাচ্ছে না।
আমেদাবাদ: সেমিফাইনালের আশা অনেক আগেই শেষ। ইংল্যান্ডের কাছে ভুলে যাওয়ার মতোই বিশ্বকাপ। গত বারের চ্যাম্পিয়ন। এ বার শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে। এরপর একটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। কিন্তু ঘুরে দাঁড়ানো আর হয়নি। পরপর হেরে সেমিফাইনালের রাস্তায় ইতি হয়েছে ইংল্যান্ডের। এখন চিন্তা, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হবে তো! সেই সম্ভাবনাও ক্ষীণ। অন্যদিকে, অস্ট্রেলিয়া। তাদের কাছে সেমিফাইনালের সুযোগ রয়েছে। কিন্তু রাস্তা এখনও কঠিন। দৌড়ে থাকতে হলে অজিদের বিরুদ্ধে জিততেই হবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডের কাছে হারানোর কিছু নেই। সে কারণেই যেন আরও ভয়ঙ্কর তারা। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতা কারও অজানা নয়। বিশ্বকাপেও যেন অ্যাসেজের উত্তাপ। দু-দলই জয়ের লক্ষ্যে নামবে। রাস্তা যদিও অন্য। অস্ট্রেলিয়া জিতলে সেমিফাইনালের দৌড়ে থাকবে। ইংল্যান্ড নিজেরা সেমিফাইনালে যেতে না পারলেও অস্ট্রেলিয়ার রাস্তা কঠিন করতে পারে। ইংল্যান্ডের ফর্ম যদিও সেই আশা দেখাচ্ছে না। খাদের কিনারা থেকে একটা ভয়ঙ্কর পারফর্ম করলে সম্মান কিছুটা পুনরুদ্ধার হবে ইংল্যান্ডের। সেই লক্ষ্যই তাদের।
অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল হতাশায়। চেন্নাইয়ে ভারতের কাছে হার। এরপর দক্ষিণ আফ্রিকার কাছেও। সেখান থেকে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। অজি টিমকে মূলত টানছেন ডেভিড ওয়ার্নার। একের পর দুর্দান্ত ইনিংস। বোলিংয়ে ভরসা দিচ্ছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। অলরাউন্ড পারফরম্যান্সে ভরসা দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। যদিও গল্ফ কোর্টের দুর্ঘটনায় ইংল্যান্ডের বিরুদ্ধে আজ ম্যাক্সওয়েলকে পাবে না অস্ট্রেলিয়া। কনকাশনের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ম্যাক্সি। নিঃসন্দেহে যা বড় রকমের ধাক্কা। টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে অজি শিবির। এখান থেকে একটা হার অবশ্য রাস্তা কঠিন করতে পারে।