ICC World Cup 2023: ধরমশালায় যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বোল্ট-ওয়ার্নাররা

Australia vs New Zealand, ICC ODI World Cup 2023: আজ শনিবার বিশ্বকাপের ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দু'টো দলই টুর্নামেন্টে ভালো ছন্দে রয়েছে। ওডিআই বিশ্বকাপে এই নিয়ে মোট ১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তার মধ্যে ৮ বার জিতেছে অজিরা এবং ৩ বার কিউয়িরা।

ICC World Cup 2023: ধরমশালায় যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বোল্ট-ওয়ার্নাররা
ধরমশালায় যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বোল্ট-ওয়ার্নাররাImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 7:00 AM

ধরমশালা: খোঁচা খাওয়া বাঘ যেমন হয়, বিশ্বকাপে (ICC World Cup 2023) ঠিক তেমনই পারফর্ম করছে অস্ট্রেলিয়া (Australia)। জোড়া ম্য়াচ হারের যন্ত্রণা ভুলে জয়ের হ্যাটট্রিক উপভোগ করছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে প্যাট কামিন্সরা আজ নামছে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে। টানা ৪ ম্যাচ জেতার পর শেষ ম্যাচে ভারতের কাছে হেরেছিল কিউয়িরা। ট্রেন্ট বোল্টরা জয়ের সারণিতে ফিরতে চান। অন্যদিকে অজিরাও চায় ধরমশালায় নিউজিল্যান্ডকে হারিয়ে ২ পয়েন্ট তুলে নিতে। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোন গড়তে পারেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

ধরমশালায় যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা —

১. ডেভিড ওয়ার্নার – ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় রোহিত শর্মাকে ছাপিয়ে যাওয়ার জন্য ডেভিড ওয়ার্নারের চাই আর একটি সেঞ্চুরি। ওডিআই বিশ্বকাপে রোহিতের ঝুলিতে রয়েছে ৭টি সেঞ্চুরি। আর ওয়ার্নারের রয়েছে ৬টি শতরান।

২. মার্কাস স্টইনিস – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১৫০০ রানের রেকর্ড গড়তে হলে মার্কাস স্টইনিসকে করতে হবে আর ৪৪ রান। পাশাপাশি ওডিআইতে উইকেটের হাফসেঞ্চুরি করার জন্য মার্কাস স্টইনিসের চাই আর ৪টি উইকেট।

৩. মিচেল স্যান্টনার – আজ যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পান মিচেল স্যান্টনার, তা হলে সেটি তাঁর ওডিআই কেরিয়ারের ১০০তম ম্যাচ হবে।

৪. মিচেল স্টার্ক – বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন লাসিথ মালিঙ্গা (৫৬টি উইকেট)। তাঁকে টপকানোর জন্য স্টার্ককে নিতে হবে আর ১টি উইকেট।

৫. মার্নাস লাবুশেন – ওডিআইতে ১৫০০ রানের মাইলফলক স্পর্শ করতে হলে মার্নাস লাবুশেনকে করতে হবে আর ৪৯ রান।

৬. লকি ফার্গুসন – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করতে হলে লকি ফার্গুসনকে নিতে হবে আর ৩টি উইকেট।

৭. টম ল্যাথাম – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক থেকে ৭৭ রান দূরে রয়েছেন কিউয়ি তারকা টম ল্যাথাম।

৮. ট্রেন্ট বোল্ট – বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়া প্রথম কিউয়ি বোলার হতে পারেন ট্রেন্ট বোল্ট। তার জন্য অবশ্য বোল্টকে ৫টি উইকেট নিতে হবে।

৯. ইশ সোধি – ওডিআই কেরিয়ারের ৫০তম ম্যাচ খেলার সামনে দাঁড়িয়ে রয়েছেন কিউয়ি তারকা ইশ সোধি।

১০. উইল ইয়ং – ওডিআইতে ১ হাজার রান পূর্ণ করার জন্য উইল ইয়ংয়ের প্রয়োজন আর ৪১ রান।

১১. ড্যারেল মিচেল – এক ক্যালেন্ডার বর্ষে ১ হাজার রান পূর্ণ করা প্রথম কিউয়ি ক্রিকেটার হতে পারেন ড্যারেল মিচেল। তার জন্য মিচেলকে করতে হবে আর ৮০ রান।