AUS vs SL, ICC World Cup 2023 Live Streaming: সোম-দুপুরে মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, হারের হ্যাটট্রিক আটকাবে কারা?

Australia vs Sri Lanka, ICC world Cup 2023 Live Streaming: সপ্তাহের প্রথম দিন, সোমবার ওডিআই বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপে দু'টো দলই এখনও অবধি একটি ম্যাচও জেতেনি। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথমে ভারত ও তারপর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। অন্যদিকে শ্রীলঙ্কা পরপর দুই ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে।

AUS vs SL, ICC World Cup 2023 Live Streaming: সোম-দুপুরে মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, হারের হ্যাটট্রিক আটকাবে কারা?
সোম-দুপুরে মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, হারের হ্যাটট্রিক আটকাবে কারা? Image Credit source: Graphics - TV9Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 2:40 PM

লখনউ: সপ্তাহের প্রথম দিন ওডিআই বিশ্বকাপের (ICC ODI World Cup) ম্যাচে মুখোমুখি প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপে দু’টো দলই এখনও অবধি একটি ম্যাচও জেতেনি। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথমে ভারত ও তারপর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। আগামিকাল স্মিথ-কামিন্সদের সামনে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কাপযাত্রা শুরু করেছিল দাসুন শানাকার শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাবর আজমের পাকিস্তানের কাছে হারে লঙ্কানরা। আপাতত পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য। কিন্তু নেট রানরেটে শ্রীলঙ্কার থেকে পিছিয়ে থাকার কারণে পয়েন্ট টেবলের ৯ নম্বরে অজিরা। এরই মাঝে শ্রীলঙ্কা শিবিরে বিরাট চাপ। থাই মাসেলের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ফলে আগামিকাল অজিদের বিরুদ্ধে শ্রীলঙ্কা টিমকে কে নেতৃত্ব দেবেন তা এখনও জানা যায়নি। এ বার এই দুই দলের মধ্যে কারা ২ পয়েন্ট পায় সেটাই দেখার। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা (Australia vs Sri Lanka) ম্যাচ।

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামিকাল, ১৬ অক্টোবর অর্থাৎ সোমবার।

কোথায় হবে ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচ?

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচটি হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে।

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচটি কখন শুরু হবে?

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ টস হবে।

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ওডিআই বিশ্বকাপের সব ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচের লাইভ টেলিকাস্ট?

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।