Gautam Gambhir: ১০০% না দিলেই রেগে বোম হবেন কোচ গম্ভীর… আগে ভাগে বলে দিচ্ছেন কোন ভারতীয় তারকা?

India Head Coach: গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় টিমের নতুন হেড কোচ হওয়ায় দলের দর্শনে যে বদল হবে, তা সকলেই জানেন। গৌতমের সঙ্গে যাঁরা অতীতে কাজ করেছেন, একসঙ্গে খেলেছেন, তাঁরা তাঁর স্পষ্ট বার্তা দেওয়ার ব্যাপারে ভালোই জানেন।

Gautam Gambhir: ১০০% না দিলেই রেগে বোম হবেন কোচ গম্ভীর... আগে ভাগে বলে দিচ্ছেন কোন ভারতীয় তারকা?
Gautam Gambhir: ১০০% না দিলেই রেগে বোম হবেন কোচ গম্ভীর... আগে ভাগে বলে দিচ্ছেন কোন ভারতীয় তারকা?
Follow Us:
| Updated on: Jul 13, 2024 | 1:40 PM

কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ১৩ জুলাই। এ মাসের ২৬ তারিখ শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা সীমিত ওভারের সিরিজ। এটাই ভারতের নতুন হেড কোচের প্রথম অ্যাসাইনমেন্ট। সকলের নজর রয়েছে ভারতের এ বারের শ্রীলঙ্কা সফরে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় টিমের কোচ হওয়ায় দলের দর্শনে যে বদল হবে, তা সকলেই জানেন। গৌতমের সঙ্গে যাঁরা অতীতে কাজ করেছেন, একসঙ্গে খেলেছেন, তাঁরা তাঁর স্পষ্ট বার্তা দেওয়ার ব্যাপারে ভালোই জানেন। এ বার ভারতীয় টিমে গম্ভীর জমানা শুরু হওয়ার আগে আবেশ খান (Avesh Khan) জানিয়েছেন, কোচ হিসেবে গৌতম কেমন হতে পারেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, গম্ভীর দলের সকলের থেকে ঠিক কী চান।

আবেশ খান বিসিসিআইয়ের নতুন হেড কোচ গৌতম গম্ভীরকে আইপিএলের সময় কাছ থেকে দেখেছেন। লখনউ সুপার জায়ান্টস টিমে গৌতম গম্ভীর যখন মেন্টর ছিলেন, সেই সময় আবেশ লখনউয়ে খেলতেন। তাই তাঁর গম্ভীরের দর্শন অজানা নয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আবেশ বলেন, ‘আমি তাঁর থেকে একটা জিনিস শিখেছি। মানসিকতা সব সময় পরিষ্কার রাখতে হবে। প্রতিপক্ষকে আরও ভালো করতে বুঝতে হবে এবং নিজের ১০০ শতাংশ দিতে হবে।’

কথায় কম, কাজে বেশি বিশ্বাসী গৌতম গম্ভীর। তিনি নিজেও বরাবর এ কথা বলেছেন। এ বার গৌতি সম্পর্কে সে কথা বলতে গিয়ে আবেশ খান বলেন, ‘টিম মিটিংয়ে আমি দেখেছি, বা মুখোমুখি কথা বলার সময়ও আমি দেখেছি উনি সব সময় কম কথা বলতেন। সবার কথা শুনতেন বেশি। তবে কখন, কোথায়, কী করতে হবে, তা উনি সব সময় সকলের সামনে তুলে ধরতেন। ক্রিকেটারদের এক একজনের কী ভূমিকা হবে, সেটাও ঠিক করে দিতেন। তিনি সব সময় সকল ক্রিকেটারদেরকে ১০০ শতাংশ উজাড় করে দিতে বলেন।’