ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আমার বল বুঝতেই পারছিল না: অক্ষর

ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে যাচ্ছেন অক্ষর। জাদেজা চোট পেতেই টেস্ট টিমের দরজা খুলেছিল। নিউজিল্যান্ড বিরুদ্ধে ফাইনাল আর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে অবশ্য ১১ জনের দলে জায়গা করে নেওয়াটা কঠিন। সেটাও মানছেন অক্ষর।

ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আমার বল বুঝতেই পারছিল না: অক্ষর
ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আমার বল বুঝতেই পারছিল না: অক্ষর
Follow Us:
| Updated on: May 27, 2021 | 7:56 PM

মুম্বই: ঘরের মাঠে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্ট সিরিজে (Test series) নতুন জীবন ফিরে পেয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Pate)। সীমিত ওভারের ক্রিকেটে দেশের জার্সিতে আগে খেললেও কখনও প্রভাব ফেলতে পারেননি। কিন্তু টেস্ট সিরিজ অক্ষরকে নতুন পরিচয় দিয়েছে। বাঁ-হাতি স্পিনারের ভেল্কিতে কুপোকাত হয়েছিলেন রুট, বাটলাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নিপের ফাইনাল খেলতে উড়ে যাওয়ার আগে অক্ষর প্যাটেলের অকপট জবাব, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা তাঁর ডেলিভারি বুঝতেই পারেননি।

জো রুটের দল একমাত্র সুইপ অথবা রিভার্স সুইপ করে অক্ষর প্যাটেলের ডেলিভারি থেকে বাঁচার চেষ্টা করেছিল। ৩ টেস্টে ২৭ উইকেট নেন অক্ষর। সেই প্রসঙ্গে বাঁ-হাতি স্পিনার বলেন, ‘আমার কোন বলটা ঘুরছে, আর কোনটা ঘুরছে না তা ওরা বুঝতেই পারেনি। সুইপ অথবা রিভার্স সুইপ করে বাঁচার চেষ্টা করছিল। কিন্তু উইকেট সোজা বল ওদের কাজটাকে আরও কঠিন করে তোলে। অফ স্ট্যাম্প অথবা লেগ স্ট্যাম্পের বাইরে বল গেলেই ওরা সুইপ করত। আমার হাত থেকে কি ডেলিভারি বেরোচ্ছে, তা ওরা বুঝতে পারত না।’

ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে যাচ্ছেন অক্ষর। জাদেজা চোট পেতেই টেস্ট টিমের দরজা খুলেছিল। নিউজিল্যান্ড বিরুদ্ধে ফাইনাল আর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে অবশ্য ১১ জনের দলে জায়গা করে নেওয়াটা কঠিন। সেটাও মানছেন অক্ষর। ২৭ বছরের বাঁ-হাতি স্পিনার অবশ্য বাকিদের চেয়ে অনেকটা আলাদা। কারণ অক্ষরের ডেলিভারি অনেকটা দ্রুত ব্যাটে আসে। বলে স্পিনের সঙ্গে একটু পেসও থাকে। তাই ব্যাটসম্যানদের খেলাটা একটু দুষ্কর। এটাকে হাতিয়ার করেই আরও এগিয়ে যেতে চান অক্ষর প্যাটেল। এরই সঙ্গে ব্যাটিংয়েও উন্নতি আনতে চান। জাদেজার বিকল্প হিসেবে নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে প্রস্তুত অক্ষর প্যাটেল।

আরও পড়ুন: কোচেদের আরও ক্ষমতা দরকার, বলছেন গোপীচাঁদ